চরফ্যাশনের চরমাদ্রাজে ভিজিডি চাল ওজনে কম দেয়ায় বিতরণ স্থগিত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের চরমাদ্রাজে ভিজিডি চাল ওজনে কম দেয়ায় বিতরণ স্থগিত
রবিবার, ৩০ মে ২০২১



চরফ্যাশন অফিস, ভোলা বানী॥
---৩০কেজির স্থলে ২৫কেজি করে দেয়ার অভিযোগে চরমাদ্রাজ ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবার স্থগিত করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্রে জানাগেছে, ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে গত বৃহস্পতি ও শনিবার চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদেরকে ৩০কেজির স্থলে ২৫কেজি করে চাল দেয়া হয়। এক্ষেত্রে প্রতি কার্ডধারীকে এপ্রিল ও মে দুই মাসের ৫০কেজির এক বস্তা করে চাল দেয়া হয়।  শনিবার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান স্থানীয়রা।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, চরমাদ্রাজে ভিজিডি চাল ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিক মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাসকে এবিষয়ে তদন্ত সাপেক্ষে  ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমি ওই ইউনিয়নের ট্যাগ অফিসার হলেও আমাকে না জানিয়ে চাল বিতরণ করেন সংশ্লিষ্টরা। প্রাথমিক তদন্তে অভিযোগ সঠিক বলে প্রতিয়মান হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং মাস্টার রোল নিয়ে সচিবকে আমার কার্যালয়ে আসার জন্য বলেছি।

ইউপি সচিব মো. আলম জানান, গুদাম থেকে ৫০ কেজির বস্তা ৫২কেজি ধরে আমাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। তাছাড়া কেড়িং খরচতো আছেই। তাই দুই মাসে প্রতি কার্ডধারীকে এক বস্তা করে চাল দেয়া হচ্ছে।

জানাগেছে, ইউনিয়নটিতে ভিজিডি কার্ডধারীর সংখ্যা ২০৪ জন।

বাংলাদেশ সময়: ১:৪৭:৩৭   ৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ