নুরাবাদ ইউপিতে স্বাস্থ্য বিধি তোয়াক্কা না করেই মৎস্য ভিজিএফ কার্ড বিতরণ

প্রথম পাতা » দুলার হাট » নুরাবাদ ইউপিতে স্বাস্থ্য বিধি তোয়াক্কা না করেই মৎস্য ভিজিএফ কার্ড বিতরণ
সোমবার, ১৭ মে ২০২১



নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।


---করোনা প্রাদূর্ভাবে বিশ্ব যখন তটন্থ সারাদেশে চলমান লকডাউন পরিস্থিতির মধ্যে চরফ্যাসনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান স্বাস্থ্য বিধি ছাড়াই  জেলেদের মধ্যে মৎস্য ভিজিএফ চালের কার্ড বিতরণ চিত্র দেখা গেছে।

 


সোমবার সকালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই জেলে ভিজিএফ চালের কার্ড বিতরনের কয়েকটি ছবি আতিক হাওলাদার ও  জিয়াউল হক মাতাব্বর নামের দুই ব্যাক্তি সামজিক যোগাযোগ মাধ্যামে পোষ্ট করলে মুহুর্তেই বিতর্কের শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য বিধি ছাড়াই ভিজিএফ চালের কার্ড বিতরণের ছবি ছড়িয়ে পরলে শুরু হয় জনমনে প্রশ্ন একজন জনপ্রতিনিধি কিভাবে চলমান করোনা পরিস্থিতিতে সর্বাত্নক লকডাউণ চলাকালীন সময়ে ভিজিএফ চালের কার্ড বিতরনে স্বাস্থ্য বিধি না মানা নিয়ে।  

 


জানাগেছে, নুরাবাদ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় ১৪শ’ জেলের মধ্যে নীলিমা জ্যাকব কলেজ মাঠে ভিজিএফ চালের কার্ড বিতরন করা হয়। এসময় ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত থেকে জেলেদের মধ্যে ওই চাল  বিতরন করেন।
পোষ্টকৃত ছবিতে দেখাযায়, নুরাবাদ ইউনিয়ন পরিষদের 



চেয়ারম্যানের চারপাশে মাস্কবিহীন স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই বিতরন কালে প্রায় ৫ শতাধিক  জেলে ভিজিএফের চাল প্রাপ্তির জন্য ইউনিয়ন পরিষদের সামনে সমাগম করেন। চাল প্রাপ্তির আসায় কার্ডধারী জেলের বাহিরেও সাধারণ জেলেদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। এমন চিত্র দেখে মনেই হচ্ছে না করোনা সংক্রমন রোধে সরকারের বেধে দেয়া কঠোর লকডাউন চলছে।

 


নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে ইউপি সচিব আবুল বাসার জানান, চাল বিতরন কালে সবাইকে মাস্ক দেয়া হয়েছে কিন্তু কিছু জেলেরা মাস্ক না পরায় তাদের চাল দেয়া হয়নি।
উপজেলা সিনিয়র  মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, স্বাস্থ্য বিধি না মেনে ভিজিএফ চালের কার্ড বিতরন ইউপি চেয়াম্যানের সঠিক হয়নি।

 


উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, ওই ইউনিয়নের চাল বিতরনের বিষয়টি আমার জানা ছিলোনা। স্বাস্থ্য বিধি না মানার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।   

বাংলাদেশ সময়: ২২:১০:৩৯   ৬৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দুলার হাট’র আরও খবর


চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
চরফ্যাসনে মাদক সেবনে বাধা দেয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা আহত-৪
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
দুলারহাটে নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেফতার ২
চরফ্যাশনে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেফতার-২
চরফ্যাশনে এসিড নিক্ষেপের ঘটনায় আটক ২
চরফ্যাশনে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার - ১
দুলারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
দুলারহাটে দুই মাদক কারবারি আটক করেছে পুলিশ

আর্কাইভ