মোহামেডানের হয়ে খেলতে চান সাকিব আল হাসান

প্রথম পাতা » এক্সক্লুসিভ » মোহামেডানের হয়ে খেলতে চান সাকিব আল হাসান
বৃহস্পতিবার, ১৩ মে ২০২১



ভোলাবাণী ডেস্ক।।

মোহামেডানের হয়ে খেলতে চান সাকিব আল হাসান

সাকিব আল হাসান আগেই জানিয়ে রেখেছেন, পিএসএলে খেলবেন না। মোহামেডানের হয়ে খেলতে চান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিডিএল)। মোহামেডানের ক্লাব কর্মকর্তাদের মাধ্যমে নিজের ইচ্ছার কথা লিখিতভাবে বিসিবি’কেও জানান এ ক্রিকেট মহাতারকা।লক্ষ্যটা সামনে রেখে মঙ্গলবার, ১১ মে মোহামেডানে নাম লিখেছেন সাকিব। স্বাক্ষর করেছেন ক্লাবটির রেজিস্ট্রেশন ফর্মে। ফর্মটি ইতোমধ্যে বিসিবি’তে পৌঁছেও গেছে। খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন।

গত বছর করোনার কারণে স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০১৯-২০ মৌসুমের সেই টুর্নামেন্টটি এ বছর নতুন করে হবে টি-টোয়েন্টি সংস্করণে।

আইসিসি’র নিষেধাজ্ঞা শাস্তির কারণে গত বছর ঢাকা লিগে খেলেননি। তাই এ বছর স্বাধীন খেলোয়াড় হিসেবে মোহামেডানকে বেছে নিয়েছেন সাকিব। এখন বিসিবি অনুমতি দিলেই হয়।

আগে কোনো দলেই ছিলেন না সাকিব। নতুন করে দল বেছে নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান নিয়ম-কানুনের বিষয় খতিয়ে দেখতে পুরো ব্যাপারটা নিয়ে বিসিবি’র দ্বারস্থ হয়েছে সিসিডিএম। তবে সাকিব ডিপিডিএলে খেলুক সেটা খুব করেই চাইছে বোর্ড। এতে কোনো সন্দেহ নেই।

আইপিএল খেলে এসেছেন সাকিব আল হাসান। ভারত থেকে ফেরার পর এখন গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে রয়েছেন ১৪ দিনের কোয়ারেন্টিনে। সামনে সুযোগ রয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার। নিলাম থেকে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।

বাংলাদেশ সময়: ১১:১২:৩৭   ৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


ভোলাবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আকতার হোসেন
ভোলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর
ভোলাবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিজানুর রহমান শাহিন
অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান ভোলাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মজনু মোল্লা
চরফ্যাশন মনপুরাবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এমপি জ্যাকব ॥
ভোলায় ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মুখে হাসি ফুটালো বিবা’র মানবতার দেয়াল
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
ভোলার বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশীরভাগ পন্য
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

আর্কাইভ