চরফ্যাশনে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৭০, গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন ১৫৯

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৭০, গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন ১৫৯
রবিবার, ১৮ এপ্রিল ২০২১



মিজান নয়ন,চরফ্যাশন অফিস ভোলা বানী॥
ভোলার চরফ্যাশনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে । গত ৮দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯জন রোগী। আজ রবিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মহিলা ও শিশুসহ একদিনেই এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০জন। চরফ্যাশন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. মাহাবুব কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।---
হাসপাতাল সুত্রে জানাগেছে, ডায়রিয়া ওয়ার্ডে মহিলা ও পুরুষ মিলিয়ে বেড রয়েছে ১৫টি। ১০এপ্রিল পর্যন্ত ডায়রিয়া রোগীর সংখ্যা কম থাকলেও গত ১১এপ্রিল থেকে  ১৭এপ্রিল তারিখ পর্যন্ত  ১৫৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তন্মধ্যে ১৭ এপ্রিল পর্যন্ত ১৫০জন সুস্থ্য হয়ে বাড়ি চলে গেলেও আজ ১৮এপ্রিল একদিনেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নতুন আরো ৭০জন এ হাসপাতালে ভর্তি হয়েছেন।  রবিবার বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালটিতে ৭৯জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্র্তৃপক্ষ জানিয়েছেন।
আজ রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা কম থাকায়  বারান্দায় রোগীদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় চিকিৎসা নিতে রোগীদের যেমন সমস্যা হচ্ছে তেমনি চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক  এবং নার্সদের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন হঠাৎ করেই ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংখ্যার অভাবে হাসপাতালের মেঝে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চরফ্যাশন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. মাহাবুব কবির জানান, সিজনের কারণে মূলত এই সমস্যা হচ্ছে। এছাড়া মানুষের অসচেতনতাও ডায়রিয়ার কারণ। আমরা সাধ্যমতো রোগীদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। আক্রান্তদের মধ্যে বেশির ভাগ নারী। তিনি আরো জানান, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এক মাসের স্যালাইন তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে। এতে স্যালাইন সংকট দেখা দিতে পারে।  ডায়রিয়ার চিকিৎসায় রোগীকে এজিথ্রমাইসিন, সিপ্রসিন, নিটাজক্্রা নাইড এবং খাওয়ার স্যালাইন খাওয়াচ্ছেন বলে ও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:২৭   ৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা
চরফ্যাশনে হাঙ্গর মাছের শুটকিসহ গ্রেফতার-২

আর্কাইভ