বোরহানউদ্দিনে শ্রমিক লীগ নেতা তৈয়ব পন্ডিতের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে শ্রমিক লীগ নেতা তৈয়ব পন্ডিতের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
বুধবার, ২৪ মার্চ ২০২১



মোঃ রাকিব।।বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৬ নং ওয়ার্ডের সিদ্দিক মিয়া বাড়ির জামে মসজিদের উন্নয়নের নাম ভাঙ্গিয়ে সরকারের এডিপির বরাদ্ধকৃত ২০২০-২০২১ অর্থবছরের ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। একই এলাকার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তৈয়ব পন্ডিত এর বিরুদ্ধে এ অভিযোগ করেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ২০ জন স্থানীয় মসজিদ মুসল্লিরা ।

বোরহানউদ্দিনে শ্রমিক লীগ নেতা তৈয়ব পন্ডিতের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

কুতুবা ছিদ্দিক মিয়া বাড়ী জামে মসজিদের সভাপতি মোঃ আলী আকবর ও সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টারসহ মসজিদ মোতাওয়াল্লী হারুনুর রশিদ ও ২০ জন মুসুল্লিরা এ অভিযোগ করেন।তারা অভিযোগ করে বলেন, ২০১৯ সালে সাধারণ মানুষ নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মাণ করি। কিন্তু স্থানীয় তৈয়ব পন্ডিত মসজিদে এসে নিজ উদ্যোগে প্রায় ৩০ হাজার টাকার কাজ করায়। পরে একটি নেমপ্লেট লাগিয়ে দেন মসজিদ ঘরটিতে। যাহাতে লেখা রয়েছে বাস্তবায়নে: উপজেলা পরিষদ, বোরহানউদ্দিন ভোলা,(এডিপি) অর্থবছর ২০২০-২০২১ লেখা রয়েছে। পরে আমরা স্থানীয় প্রকৌশলীর কার্যালয় খোঁজ-খবর নেই। সেখানে আমাদের মসজিদের নামে রেজুলেশন এবং প্রত্যয়ন সহ মুসল্লিদের সই জাল করে ২ লাখ টাকা উত্তোলন করে নিজে আত্মসাৎ করেন। তারা আরও অভিযোগ করে বলেন প্রায় ৩০ হাজার টাকার মতো কাজ করিয়ে ২ লাখ টাকা আত্মসাৎ করায় আমাদের এলাকার মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক তৈয়ব পন্ডিত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কাজের ভাউচার আছে আমি প্রয়োজনে জনসম্মুখে প্রকাশ করবো। বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, আমি মসজিদ পরিদর্শনে গিয়েছি সেখানে আগে ছিল টিনের ঘর। এখন হয়েছে বিল্ডিং এবং নেম প্লেট লাগানো দেখেছি। তাই ২ লক্ষ টাকা বিল দিয়েছি। যদি তৈয়ব পন্ডিত মসজিদ কমিটির কোনো সহি-স্বাক্ষর জাল করে থাকে মসজিদ কমিটি লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০:১৯:১৮   ৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ