কুকরি মুকরি পুকুরে মিলল ৮টি তাজা ইলিশ, এলাকায় চাঞ্চল্য

প্রথম পাতা » দক্ষিণ আইচা » কুকরি মুকরি পুকুরে মিলল ৮টি তাজা ইলিশ, এলাকায় চাঞ্চল্য
শনিবার, ২০ মার্চ ২০২১



নিজস্ব প্রতিনিধি।। ভোলাবাণী।।

চরফ্যাসন চর কুকরি মুকরি একটি পুকুরে মিলল ৮টি তাজা ইলিশ। শুক্রবার চর কুকরি মুকরির চেয়ারম্যান ও চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম মহাজনের পুকুরে এ মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশ মাছের ওজন হবে প্রায় এক কেজি করে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার খবরে মাছগুলো দেখতে ছুটে আসে শত শত মানুষ।

কুকরি মুকরি পুকুরে মিলল ৮টি তাজা ইলিশ, এলাকায় চাঞ্চল্য

কুকরি মুকরি পুকুরে মিলল ৮টি তাজা ইলিশ, এলাকায় চাঞ্চল্যস্থানীয়রা জানান, এই প্রথমবারের মতো পুকুরে ইলিশ পাওয়ার খবর শুনে আজ নিজ চোখে দেখে এসছি। এছাড়াও খবর পেয়ে অনেকে দূর দুরান্ত থেকে ছুটে এসেছে পুকুরে পাওয়া ইলিশ মাছগুলো দেখতে।আবুল হাশেম মহাজন জানান, তার পুকুরে জেলেরা রুই, কাতলাসহ বিভিন্ন মাছের সাথে ৮টি ইলিশ মাছ পেয়েছে। তিনি আরো জানান, গত বর্ষায় জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। ওই সময় হয়ত ইলিশ মাছ গুলো পুকুরে প্রবেশ করে।

চরফ্যাসন উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, যদি পুকুরের পানি নোনা হয় এবং পুকুরে নদীর মতো খাবার পায় তাহলে ইলিশ বাঁচতে পারে।

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৭   ৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি
দক্ষিণ আইচায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আর্কাইভ