শশীভূষনে ৪০ বস্তা সরকারি চাল জব্দ,তদন্ত কমিটি গঠন

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষনে ৪০ বস্তা সরকারি চাল জব্দ,তদন্ত কমিটি গঠন
শনিবার, ২৪ অক্টোবর ২০২০



চরফ্যাশন অফিস, ভোলা বানী ॥
চরফ্যাশনের শশীভূষন থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক কৃষকের বসত ঘর থেকে সরকারি ৪০ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

---বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি এ চাল জব্দ করেন। জব্দকৃত চাল শশীভূষণ খাদ্য গুদামে রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নিশ্চিত করেছেন।  কৃষক সেলিমের স্ত্রী নাজমা জানান, বৃহস্পতিবার দুপুরের পর প্রতিবেশি ছলেমান শেখের জামাতা ইসমাইল চাল বহনকারী টমটমটি বিকল হয়েছে জানিয়ে রাতে নিয়ে যাবেন বলে ৪০ বস্তা চাল তাদের ঘরে রেখে গেছেন। এসময় তার স্বামী বাড়ি ছিলেন না। শশীভূষণ খাদ্য গুদাম কর্মকর্তা কমল গোপাল দে দাবী করেন, জিন্নাগড় ইউনিয়নের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং নুর মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা সংস্কারের জন্য দুই টন জিআর চাল বরাদ্দ দেয়া হয়। ওই চাল বৃহস্পতিবার গুদাম থেকে ডেলিভারী দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা ওই চাল শশীভূষণ বাজারের মুদি ব্যবসায়ী বাবলুর কাছে বিক্রি করেছেন। বাবলু ওই চাল ইসমাইলের কাছে বিক্রি করেছেন। তবে গুদামের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার গুদাম থেকে কোন চাল ডেলিভারী দেয়া হয়নি। শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক গুপিনাথ ধুপী জানান, মন্দির সংস্কারের জন্য বরদ্ধকৃত এক টন চাল তিনি উপজেলা খাদ্য অফিসের নিরাপত্তা প্রহরী সাজ্জাদের নিকট ত্রিশ হাজার টাকায় বিক্রি করেছেন। বাবুল কিংবা ইসমাইল নামের কাউকে তিনি চিনেন না। ভ্রাম্যামান আদালতের অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ইসমাইল  গা ঢাকা দেয়ায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানাযায়নি। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, জব্দকৃত ৪০ বস্তা চাল শশীভূষণ খাদ্য গুদামে রাখা হয়েছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৪৩:৩২   ১৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী

আর্কাইভ