স্বরূপকাঠীতে ত্রাণ বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের প্রান নাশের হুমকি

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বরূপকাঠীতে ত্রাণ বিতরনে অনিয়মের তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ইউপি চেয়ারম্যানের প্রান নাশের হুমকি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০



ইউপি চেয়ারম্যান রুহুল আমিন আকন

নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণীঃ পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যাওয়ায় এক ইউপি চেয়ারম্যান সাংবাদিক সৈয়দ মুরাদ হায়দারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেশেজুড়ে করোনাভাইরাস মহামারীতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে সরকার কর্তৃক মানবিক সহায়তার ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যাওয়ায় নেছারাবাদ উপজেলার ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) এ হুমকি দিয়েছেন।
জানাগেছে, দৈনিক মুক্তখবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ মুরাদ হায়দার ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগের ভিত্তিতে উপজেলার ৯নং ইউনিয়নে তথ্য অনুসন্ধানে গেলে ৭১’র রাজাকার পুত্র ও বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) সোমবার এ প্রতিবেদককে মুঠো ফোনে হুমকি-ধমকি, পঙ্গুকরে দেয়াসহ চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি দেয়।একইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হুমকি দাতা চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহীনি নিয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাঝী বাড়ী এলাকার রাস্থায় অবস্থান করছেন। এমন সংবাদে নিরাপত্তার স্বার্থে স্বরুপকাঠী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ও সুটিয়াকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক খোকন ব্যাপারীসহ গন্যমান্য ব্যাক্তিদের হুমকির বিষয়টি জানালে প্রাণে রক্ষা পায়।সাংবাদিক সৈয়দ মুরাদ হায়দার জানান, আনুসন্ধানে চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ড মেম্বরদের বিরুদ্ধে ব্যাপক আনিয়মের তথ্য পাওয়া গেছে। হুমকির বিষয়ে আজ মঙ্গলবার নেছারাবাদ (স্বরুপকাঠী) থানায় সাধারণ ডায়েরী (জিডি) করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত করে অভিযোগ নেয়া হবে বলে জানিয়েছেন।

নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ প্রতিবেদককে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আগামীকাল (বুধবার) পুলিশ তদন্তে যাবে, কি হয়েছে না-হয়েছে। পরে অভিযোগটি ডায়েরীভূক্ত করা হবে। উল্লেখ্য, ৯নং সুটিয়াকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন আকন (অসিম) ৭১ সালের রাজাকার মৃত মো. আনসার আলি আকন ওরফে মন্টু’র ছেলে।

বাংলাদেশ সময়: ১২:০২:১৮   ২৫৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্টতীব্র গরম আর বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলাবাসী
মনপুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন ॥
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীতে অতিষ্ঠ মানুষ
চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ৯
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
উত্তর দিঘলদী ইউনিয়নে জনসভা ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ