তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫



আবদুল মান্নান তামিম।।ভোলাবাণী।।

ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে মো.সুমন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মো.সুমন উপজেলার চাঁদপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড, দেওয়ানপুরের বাসিন্দা মো.আবদুল মোনাফ মিয়ার ছেলে।

 

আটককৃত মো.সুমন

বাংলাদেশ নৌবাহিনীর তজুমদ্দিন কন্টিনজেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় নিয়মিত টহলের সময় নৌবাহিনীর লেফটেন্যান্ট জালাল আহমেদ তুরাগের নেতৃত্বে একটি টহল টিম উপজেলার চাঁদপুর ইউনিয়ন দেওয়ানপুর ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মোনাফ মিয়ার বাড়িতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ তার ছেলে মো. সুমন (৩০) আটক করে নৌবাহিনীর টহল টিম। পরে তাকে গাঁজাসহ তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

এ বিষয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, নৌবাহিনী এক মাদক কারবারিকে আটকের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। এরপর খুব দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২:০৩:২৫   ১৪৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


১৯ টি ব্যবসায়ী ঘর পুড়ে ছাই তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত মৎস্য আড়ৎ
তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে গাঁজাসহ একজন আটক
তজুমদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে জাকের পার্টির র‍্যালি সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত
তজুমদ্দিনে ভায়া পদ্ধতিতে জরায়ুর মুখের ক্যান্সার শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত
তজুমদ্দিনে পাচারকালে ৫৫ বস্তা সরকারি সার জব্দ
তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
তজুমদ্দিনে প্রতিবন্ধী কবির হত্যা,জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে তজুমদ্দিনে ৪ ফার্মেসিকে জরিমানা।
তজুমদ্দিনের মেঘনাপারে ইলিশের জন্য জেলেদের দোয়া-মোনাজাত

আর্কাইভ