মোঃ ইকবাল হোসেন।।ভোলাবাণী।।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ভোলার বোরহানউদ্দিন উপজেলাধীন তেতুঁলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জন জেলেকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত ০৭ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা থেকে ০৮ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মিছির খা (৫০), গ্রাম: দেবীর চর, লালমোহন — ৩,০০০ টাকা
২. নুর হোসেন (২৫), গ্রাম: দেবীরচর, লালমোহন — ৫,০০০ টাকা
৩. মো. হারুন (৬০), গ্রাম: দেবীরচর, লালমোহন — ৩,০০০ টাকা
৪. মো. নাছির (৩৫), গ্রাম: দেবীরচর, লালমোহন — ৫,০০০ টাকা
৫. মো. এমরান হোসেন (২৫), সাচড়া, বোরহানউদ্দিন — ৫,০০০ টাকা
৬. সুমন (২০), গ্রাম: চর কচুয়া, লালমোহন — ৫,০০০ টাকা
মোট ২৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৪০ ৩৯ বার পঠিত |