কোস্ট ফাউন্ডেশন,সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্ট ফাউন্ডেশন,সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



---ছোটন সাহা।। ভোলাবাণী।।

আজ ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় কোস্ট ফউন্ডেশন,সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় ,দিবস উপলক্ষ্যে সকাল ১০.০০ ঘটিকায় র‌্যালি কলাতলী ইউনিয়নের মনির হাওলাদার বাজার প্রদক্ষীন করে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে সম্পন্ন হয় । এরপর সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন মো: মোস্তফা মিয়া তিনি বলেন কোস্ট ফাউন্ডেশন এর আয়োজনে ও পল্লী কর্ম-সহাযক ফাউন্ডেশন (পিকে এস এফ ) এর সহায়তায় আজ সারা বাংলদেশের মত মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন কলাতলী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে ।

প্রবীণ মানুষ সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভান্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা। তারা শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্য একটি ভিত্তি ও দিকনির্দেশনা। তাদের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর এ দিনে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবসের মূল লক্ষ্য হলো প্রবীণদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ০১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সকাল থেকে আমরা সকলে দিবসের যথাযথ গুরুত্ব অনুধাবনে র‌্যালি ও আলেচনা াসভায় উপস্থিত হয়েছি ।আজকের দিবসের প্রতিপাদ্য ”একদিন তুমি পৃথিবী গড়েছ ,আজ আমি স্বপ্ন গড়বো,সযতেœ তোমায় রাখব আগলে ” এর উপর আলোচনায় প্রবীণগণ বলেন আমাদের দেশে ধিরে ধিরে প্রবীণদের সংখ্যা বাড়ছে কিন্তু সে অনুযায়ি প্রবীণদের স্বার্থ সংলিস্ট তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ,সামাজিক নিরাপত্তা ,ও সস্মানজনক জীবণ যাপনে তেমন কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না যা আছে তাও পর্যাপ্ত নয় ।

আজকের দিবস পালনের মাধ্যমে সমাজে প্রবীণদের মাধ্যমে তাদের ভুমিকা এবং তাদের অবদান কে স্বীকৃতি দেওয়ার অহবান জানানো হয় । কোস্ট ফাউন্ডেশন শুরু থেকেই প্রবীণদের অধিকার আদায়ের জন্য স্বোচ্চার ও সহযোগী হিসাবে সরকারের সাথে কাজ করে চলছেন ।

অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের পক্ষথেকে স্বাগত বক্তব্য রাখেন মো: ফজলুল হক ও অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল সালাম স্বাস্থ্য কর্মকর্তা ।

বাংলাদেশ সময়: ২২:২৩:২২   ১২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ডাব রপ্তানির নতুন দিগন্ত< /small>ডাবে সমৃদ্ধ হচ্ছে ভোলার অর্থনীতি
রহস্যময় বস্তা খুলতেই চমকভোলায় মিলল ৫০ কেজির বিরল কচ্ছপ
লালমোহনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ভোলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
কী খেলে শীতে গরম থাকবে শরীর
অটোরিকশা চাপায় আঁখি নূরের মৃত্যু
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় যা বলল ভারত
ভোলায় ইএসডিও’র আয়োজনে লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে দৌলতখানে বিএনপির আনন্দ মিছিল
আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল

আর্কাইভ