আবদুল মান্নান তামিম।।ভোলাবাণী।।
ভোলার তজুমদ্দিন উপজেলাধী শম্ভুপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মোহাম্মদ পাটোয়ারী বাড়ী কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার শনাক্তকরণ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার মোহাম্মদ পাটোয়ারী বাড়ী কমিউনিটি ক্লিনিকে ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের মাঝে ক্যাম্প করে সম্পূর্ণ বিনামূল্যে ভায়া (ভিজ্যুয়াল ইন্সপেকশন উইথ এসিটিক এসিড) পদ্ধতিতে নারীদের জরায়ুতে ক্যান্সারের জীবাণু রয়েছে কিনা তা এক মিনিটের পরীক্ষায় জরায়ুর মুখের ক্যান্সার সনাক্ত সহজেই নির্ণয় করা হচ্ছে। কয়েকবছর আগেও বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে যত সংখ্যক মহিলার মৃত্যু হতো তাদের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সারে মৃত্যুহার ছিল সর্বাধিক। বর্তমানে মহিলাদের ক্যান্সারে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে জরায়ুর মুখের ক্যান্সার প্রথম থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
মোহাম্মদ পাটোয়ারী বাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. জসিম উদ্দিন জানান, মাত্র এক মিনিটের ভায়া পদ্ধতির পরীক্ষার মাধ্যমে কোন মহিলার জরায়ুতে ক্যান্সারের জীবাণু রয়েছে কিনা তা জানা যায়। তবে নিশ্চিত হওয়ার জন্য ‘কলপসকপি’ নামে অন্য একটি পরীক্ষা করতে হয়। জরায়ু মুখের ক্যানসার পরীক্ষার জন্য কোন ডাক্তারের পরামর্শ লাগবে না শুধু মাত্র ভোটার আইডি কার্ড নিয়ে আসলে পরীক্ষা করতে পারবে । সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই পরীক্ষা করা যাবে। জরায়ু মুখের ক্যানসার প্রথম থেকে শনাক্ত করতে পারলে ক্যানসারের ভয়াবহতা দূর করা যাবে। জরায়ু ক্যানসারে সব থেকে বেশি ঝুঁকির মধ্যে থাকে ৩০ থেকে ৬০ বছরের নারীরা । তাই প্রতি ৫ বছর পর পর এই ক্যানসার পরীক্ষা করা প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৯ ১৪৭ বার পঠিত |