মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।
বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো. সিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনের দশ হাজার চক্ষু রোগীর চিকিৎসা সেবায় দুই দিনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে পাঁচ হাজার চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং চশমা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ আইচায় পাঁচ হাজার চক্ষু রোগীকে অনুরুপ চিকিৎসা সেবা দেয়ার কথা রয়েছে।
বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পে উপজেলা সদরের আশ পাশের গরীব দুঃস্থসহ সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, মানব সেবার অংশ হিসেবে চরফ্যাশনের দুঃস্থ্য অসহায় মানুষের চিকিৎসায় তিনি ফ্রি এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছেন। এখান থেকে বাছাই করা ছানি অপারেশনের রোগীদের ৩০জন করে তিনি তার নিজ খরচে পর্যায় ক্রমে ঢাকায় নিয়ে অপারেশনের যাবতীয় ব্যবস্থা করবেন।এলাকার সচেতন মহল তার এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৯:৪১ ১৪৯ বার পঠিত | আইনজীবীচরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্পছিদ্দিক উল্যাহ মিয়া