নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার

প্রথম পাতা » চরফ্যাশন » নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



---চরফ্যাশন অফিস, ভোলাবাণী।।

ভোলার চরফ্যাশনে নকল ঔষধ বিক্রির দায়ে এক বিক্রয় প্রতিনিধিকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। রবিবার রাতে আটক ঐ ব্যক্তিকে সোমবার থানা থেকে  ছাড়িয়ে নিয়েছে জেলা ড্রাগ সুপার । এ নিয়ে চরফ্যাশনের ঔষধ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঔষধ ব্যবসায়ীরা জানান, ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের  সিরাজুল ইসলামের ছেলে  শরীফ হোসেন ভারতীয় নকল ঔষধ ডেরোবিন ওয়েনমেন্টটি  চরফ্যাশনের বিভিন্ন ওষুধের দোকানে গত কয়েক মাস যাবত সরবরাহ করে আসছিল। রোগীরা ওয়েনমেন্টি ব্যবহার করে এর বিরূপ প্রভাব সম্পর্কে ফার্মাসিস্টদের জানালে তারা ওয়েনমেন্টটি সম্পর্কে খোঁজ খবর নেন। তারা জানতে পারেন ওয়েনমেন্টটি নকল। এরপর থেকেই তারা শরীফকে খুঁজতে থাকে। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন বাজারের ফাতেমা মেডিকেল হলে ওয়েনমেন্টটি বিক্রি করতে  এলে শরীফকে আটক করে থানায়  জানান। পুলিশ জব্দকৃত ঔষধসহ অভিযুক্তকে থানায় নেয়।

শরীফকে আটকের বিষয়টি  চরফ্যাশন থানা পুলিশ  ভোলা জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাসকে জানান ।  সোমবার  চরফ্যাশন আসেন জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস। তিনি প্রতারক শরীফের বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা না নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা বলে তাকে ছাড়িয়ে নেন। ফার্মাসিস্টরা ক্ষোভ প্রকাশ করে

বলেন, প্রতারক  এভাবে পার পেয়ে গেলে  ভবিষ্যতে আরো বেশি প্রতারণা বেড়ে যাবে।

অভিযুক্ত শরিফ ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানাযায়নি।

চরফ্যাশন  থানার এসআই মনির খান জানান, আমরা জব্দ ঔষধসহ  অভিযুক্তকে থানায় নিয়ে আসলে জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস ঔষধসহ অভিযুক্তকে ছাড়িয়ে তার জিম্মায় নিয়েছেন ।

জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস বলেন, পুলিশ বলেছে ড্রাগ আইনে মামলা করতে হবে। তাই  থানা থেকে আমি ঔষধসহ অভিযুক্তকে নিয়ে এসেছি।  হেড অফিসে আমি ফরওয়ার্ডিং দিব। ডিজি স্যারের অনুমতি পেলে ড্রাগ কোর্টে মামলা করব। অভিযুক্ত কোথায় আছেন জানতে চাইলে- এ কর্মকর্তা বলেন, তাকে ছেড়ে  দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৩:৫৮   ২২১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


আগামীতে জামায়াতের নেতৃত্বে সরকার গঠিত হবে: অধ্যক্ষ মোস্তফা কামাল
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প
ভোরের কাগজ চরফ্যাশনের সাংবাদিকের পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার
চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: সাবেক এমপি নাজিম উদ্দিন আলম
আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : চরফ্যাশনে নাজিমুদ্দিন আলম

আর্কাইভ