ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৬ হাজারে বিক্রি
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫



খলিল উদ্দিন ফরিদ।। ভোলাবাণী।

ভোলায় মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজি ৭০ গ্রাম ওজনের ইলিশ মাছটি। ছবি: আজকের পত্রিকা

ভোলায় মেঘনা নদীতে ধরা পড়া ২ কেজি ৭০ গ্রাম ওজনের ইলিশ মাছটি। ছবি:ভোলাবাণীভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ছয় হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

আড়তদার মো. কামাল হোসেন জানান, আজ বেলা ২টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ খ্যাত ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।

আড়তদার মো. কামাল হোসেন বলেন, ‘ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে জেলের জালে এ মাছটি ধরা পড়ে। পরে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছ ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকায় কিনি।’ তিনি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলামে দাম ওঠা শুরু হয় ৷ এই মাছটি তিনি বরিশাল আড়তে সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকায় বেচতে পারবেন বলে তাঁর ধারণা।

খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আজ বিকেলে বলেন, বিগত দিনে জাটকা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ ছাড়া বিগত দিনে প্রভাবশালী মহল নদীতে খুঁটি দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করেও জাটকা ইলিশ নিধন করেছিলেন। বর্তমানে সেগুলোকেও ধ্বংস করা হয়েছে। ফলে নদীতে এখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। ভবিষ্যতেও তারা সব অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় বড় সাইজের রাজা ইলিশ ধরা পড়বে বলেও দাবি করেন এ মৎস্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯:২৯:১৭   ১২৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তারেক রহমানকে নিয়ে কুটক্তির প্রতবাদে শশীভূষণ থানা বিএনপি’র বিক্ষোভ
জয়াকে টালিউডে নিষিদ্ধের দাবি
কারফিউয়ের মাঝে গোপালগঞ্জে চলছে বিশেষ অভিযান
বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাতীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের স্বাগত মিছিল
গোপালগঞ্জে নেতৃবৃন্দের উপর হালার প্রতিবাদে ভোলায় এনসিপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
কাঁপছে গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
এনসিপির জুলাই পদযাত্রা ভোলাবাসীর দাবীকে আমরা সমর্থন জানাই নাহিদ ইসলাম
ভোলায় গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আর্কাইভ