ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ
বুধবার, ১৮ জুন ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলা পৌর বিএনপির উদ্যোগে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ

মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টায় শহরের উকিলপাড়া নাইটকোচ বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মোঃ আবদুর রব আকন এর সভাপতিত্বে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সোপান, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মনির, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সাজেদা বেগম, সহ- সভাপতি খালেদা খানসহ জেলা বিএনপির অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

ভোলায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ

উপস্থিত বক্তারা বলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সদস্যসমূহ চলছে , আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ভোলা-১ আসন থেকে গোলাম নবী আলমগীরকে সংসদ সদস্য নির্বাচিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও সুসংগঠিত করে আন্দোলন ও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, আমাদের একটি সদস্য ফরম ২০ টাকা কিন্তু আমরা যাকে তাকে দিতে পারি না। ত্যাগী সৎ লোকদের এই ফরম সংগ্রহ করার জন্য আহ্বান জানাই এই ফরমের সম্মান অমূল্য রতন।

বাংলাদেশ সময়: ২০:০২:১৭   ৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তারেক রহমানকে নিয়ে কুটক্তির প্রতবাদে শশীভূষণ থানা বিএনপি’র বিক্ষোভ
জয়াকে টালিউডে নিষিদ্ধের দাবি
কারফিউয়ের মাঝে গোপালগঞ্জে চলছে বিশেষ অভিযান
বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাতীয় সমাবেশ সফল করতে ভোলায় জামায়াতের স্বাগত মিছিল
গোপালগঞ্জে নেতৃবৃন্দের উপর হালার প্রতিবাদে ভোলায় এনসিপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
কাঁপছে গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি
এনসিপির জুলাই পদযাত্রা ভোলাবাসীর দাবীকে আমরা সমর্থন জানাই নাহিদ ইসলাম
ভোলায় গৃহবধূর হাত-পা বেঁধে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আর্কাইভ