মিজান নয়ন,চরফ্যাশন অফিস ।।
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি প্রধান অতিথি ছিলেন। সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ সভায় বিশেষ অতিথি ছিলেন।
কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগম’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউনুছ, হিউম্যানিটারিয়ান রেসপন্স’র সহকারী পরিচালক-মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রজত আলী ও সাংবাদিক শিপু ফরাজী প্রমুখ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রজত আলী সভায় বন্যা পরবর্তী সময়ে গবাধি পশুর জন্য মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রস্তাব করেন।
জানাগেছে, স্টার্ট ফান্ড বাংলাদেশ দেশে দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা প্রদানে সদস্য সংস্থাগুলোর সাথে কাজ করে থাকে। এই প্রকল্পটি জরুরী ভিত্তিতে চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী, জাহানপুর (চর হাসান), মুজিবনগর ইউনিয়ন ও মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ও চর কলাতলী ইউনিয়নে কাজ করছে ।
–
বাংলাদেশ সময়: ১৮:০৫:৪৩ ৫০ বার পঠিত |