ভোলাবাণী ডেক্স।।আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন।
রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টায় তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকায় আসেন।

এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়।
রাত পৌনে ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ প্রেসিডেন্ট আব্দুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখানে তার ইমিগ্রেশন সম্পন্ন হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ইমিগ্রেশন শেষ হলেও তিনি বিমানবন্দরে অবস্থান করছিলেন।
এই প্রতিবেদন লেখার সময় দুই মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দর ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগে ৮ মে রাত ৩টা ৫মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন আবদুল হামিদ।
বাংলাদেশ সময়: ৬:৪৪:৫৫ ৭৪ বার পঠিত | আওয়ামী লীগ সরকারআবদুল হামিদসাবেক রাষ্ট্রপতি