ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিন উপজেলায় স্লুইজ গেইটে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের পুরাতন স্লুইজ গেইটটি ভেঙে বড় স্লুইজ গেইটের কাজ চলমান। নতুন প্রকল্পে বিকল্প ভারী বেড়িবাঁধ করার কথা থাকলেও হাল্কা ও ঝূকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়ের পুরোপুরি প্রভাব না পড়ার আগেই বুধবার (২৮ মে) বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ শুরু করে। এতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে ২৮ মে থেকে ভারী বৃষ্টি হওয়ার কথা থাকলেও এরই মধ্যে তজুমদ্দিনের উপকূলীয় এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।
স্লুইজ গেইটের বাসিন্দা মো. সোহেল সাংবাদিকদের বলেন, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। দমকা হাওয়ায় ঢেউয়ের সাথে নি¤œমানের বেড়িবাঁধ ভেঙে পড়া শুরু করে। অতিদ্রুত বেড়িবাঁধ না করলে ঘূর্ণিঝড়ের প্রভাবে তজুমদ্দিন পানিতে তলিয়ে যেতে পারে। এতে মানুষ খুবই অসহায় হয়ে পড়বে। এ বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।
বাসিন্দা মোঃ লোকমান হোসেন জানান, অতিদ্রুত ব্যাবস্থা না নিলে যেকোনো সময় জোয়ারের পানিতে তলিয়ে যেতে পারে তজুমদ্দিন শহর।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য জানানো হয়েছে তারা ব্যবস্থা নিচ্ছে।
উপজেলা সেকশন অফিসার তানভীর আহমেদ জানান, নদীতে পানি বাড়ার সাথে সাথে তারা অতিরিক্ত লোকজন নিয়ে কাজ শুরু করেন। এবং এ বিষয় তাদের উর্ধতন কর্মকর্তাদের অবগত করেন।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশফাউদ দৌলা জানান, এ বিষয় তাকে জানানোর সাথে সাথে সরজমিনে চলে আসেন। ঝুঁকিমুক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণে জিওরোল, ব্লক, ও মাটি নিয়ে অনেক লোকজন কাজ করে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত ঝুঁকিমুক্ত বেড়িবাঁধ হবে ততক্ষণ পর্যন্ত কাজ চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:১৭:২১ ১০৩ বার পঠিত | ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধতজুমদ্দিনদুশ্চিন্তায় এলাকাবাসী