খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ এবং এই হত্যা কান্ডে জড়িত খুনীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রদল।

সোমবার (১৯ মে) বিকালে ভোলা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্নার নেতৃত্বে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভোলা শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড হয়ে কালিনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘ছাত্রদলের নেতার রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’, ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
এর আগে ভোলা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাইসুল ইসলাম রিমেল এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, ভোলা জেলা ছাত্রদল নেতা জিএম ছানাউল্লাহ, হুমায়ুন কবির, ভোলা সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির, উপজেলা ছাত্রদল নেতা শশী। এ সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্র নেতারা বলেন, কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের কণ্ঠস্বর দমন করতে চায়। সাম্য হত্যার মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু আমরা রাজপথে থেকে তার উপযুক্ত জবাব দেব। বক্তারা অবিলম্বে সাম্য হত্যাকান্ডের বিচার দাবি করেন এবং ঘোষণা দেন-এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের আন্দোলন চলবে।
অপরদিকে একই দাবিতে সোমবার (১৯ মে) সন্ধ্যায় ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল এর নেতৃত্বে পৃথক একটি মশাল মিছিল হয়েছে। মিছিলটি ভোলা শহরের বাংলা স্কুল মোড়, সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালিনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয়। এসময় সাম্য হত্যার বিচার চেয়ে নানা স্লোগানে ভোলার রাজপথ উত্তাল করে তোলেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, মাহাফুজ রহমান বাপ্পি, তারেক শিকদার, সদস্য শাখাওয়াত শামিম, জামিল শুভ, ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, সাঈদ ইশতিয়াক পিয়াস, জেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন সালেহ, শাখাওয়াত শাকিল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির গোলদার, মোঃ মিজান, সদস্য রায়হান তালুকদারসহ জেলা, উপজেলা, কলেজ, ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
বাংলাদেশ সময়: ৭:৪১:১২ ৫৯ বার পঠিত |