ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ড্রাফ কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » দক্ষিণ আমেরিকা » ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ড্রাফ কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলা সদর উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে বেসরকারি সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি)। অস্ট্রেলিয়ান দাতা সংস্থা ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল (টাই)’র অর্থায়নে পরিচালিত পিসিসি’র বিগত কার্যক্রম সম্পর্কে অনুষ্ঠিত হয় অর্থ বছরের শেষ ত্রৈমাসিক সভা।

 

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ড্রাফ কমিটির সভা অনুষ্ঠিত

শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ডিসেবিলিটি রাইডস এডভোকেসি প্লাটফর্ম (ড্রাফ) সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ড্রাফ কমিটির অন্যতম সদস্য সাংবাদিক এ.সি.ডি অর্জুন। সকাল প্রায় সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সভার শুরুতে উপস্থিত সকল সদস্যের উদ্দেশ্যে প্রকল্পের বিগত কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ উদ্দেশ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করেন পিসিসির মনিটরিং অফিসার আব্দুল্লাহ আল ওয়াসি।

সভায় ভোলার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে পরিচালিত পিসিসির কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য প্রদান করেন সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, শাহরিয়ার ঝিলন ও শরীফ হোসাইন, কাচিয়া ইউনিয়নে অবস্থিত দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও সুফিয়া বেগম, মাদ্রাসা শিক্ষক মোঃ আজিজুল ইসলাম এবং সুবিধাভোগি রুনা ও রেহানাসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যগণ।

দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী চলা সভায় বক্তারা সকলেই নতুন ফেজের মেয়াদ বৃদ্ধি করণ, কর্ম এলাকা বৃদ্ধিকরণ ও উপকার ভোগিদের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। পিসিসির ভোলা কার্যালয়ে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় ড্রাফ’র সকল সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিসিসি বিগত ৩ বছর যাবত ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, বিনামূল্যে হুইল চেয়ারসহ চলার সামগ্রি প্রদান, বিনামূল্যে চিকিৎসা প্রদান, বিনামূল্যে গরু ছাগল, হাঁস-মুরগী প্রদানসহ বিভিন্ন কাজ করছে। ফলে এই এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই নিজেদেরকে স্বাবলম্ভি করার সুযোগ পাচ্ছে।

বাংলাদেশ সময়: ৭:১৫:৫৩   ৩৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আমেরিকা’র আরও খবর


ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ড্রাফ কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম নারী প্রেসিডেন্ট পেলো মেক্সিকো
ভারতীয় জ্যোতিষীর মত জুনেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু
ইসলামকে ‘মহান ধর্মের’ স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
মেক্সিকোতে তীব্র গরমে ১১২ জনের মৃত্যু

আর্কাইভ