ভোলায় এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭শ’ পরীক্ষার্থী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭শ’ পরীক্ষার্থী
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



ভোলাবাণী শিক্ষা ডেক্স।। সারাদেশে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭শ’ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬শ’ ৭৮ জন ও দাখিলে ৭ হাজার ৭শ’ ৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২শ’ ৭৭ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে জেলার ৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ভোলায় এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭শ’ পরীক্ষার্থী

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। এ বছর মাধ্যমিকে কেন্দ্র ২৬টি, দাখিলে কেন্দ্র ১৫টি ও ভোকেশনালে কেন্দ্র ৮টি রাখা হয়েছে।

সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এবারের সেই সংখ্যা থেকে ২ হাজার ২শ’ ৮০ জন বেশী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর এসএসসিতে বেড়েছে ৬শ’ ৮২ জন, দাখিলে বেড়েছে ১৩ হাজার ৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২শ’ ৬৬ জন। ৩ বিভাগেই প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে।

ভোলা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে।

বাংলাদেশ সময়: ৭:৫৪:৫৬   ২১৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাঁদা না পেয়ে হয়রানির অভিযোগ চরফ্যাশনে নিরাপত্তা চেয়ে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন
নির্বাচনী প্রচার ও র‍্যালি অনুষ্ঠিতভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
শাপলা কলিতেই রাজি এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের জন্য জুলাই সনদের প্রয়োজন নেই: মেজর হাফিজ
ভোলায় বিএনপি–বিজেপি সংঘর্ষে আহত ৫০
দেশের দারিদ্র্য বিমোচনে তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি একান্ত জরুরি
ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিন থেকে জিনের বাদশা আটক
আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম

আর্কাইভ