পরিচ্ছন্ন শহর গড়তে লালমোহন পৌরসভায় স্থাপন হচ্ছে ডাস্টবিন

প্রথম পাতা » প্রধান সংবাদ » পরিচ্ছন্ন শহর গড়তে লালমোহন পৌরসভায় স্থাপন হচ্ছে ডাস্টবিন
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



লালমোহন প্রতিনিধি ॥ভোলাবাণী।।ভোলার লালমোহন পৌরশহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন স্থাপন শুরু করা হয়েছে। দীর্ঘদিন এ শহরে স্থায়ী ও অস্থায়ী কোনো ডাস্টবিন না থাকায় শহরটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল।

 

লালমোহন পৌরসভার সামনে নতুন ডাস্টবিন

পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পরিচ্ছন্ন শহর গড়তে গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করে প্রাথমিক পর্যায়ে ৭০টি আধুনিক অস্থায়ী প্লাস্টিক ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। এতে করে বাজারের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আবর্জনা ওই ডাস্টবিনে ফেলতে পারবেন।

লালমোহন পৌরসভা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন স্থানে পশু ও হাঁস-মুরগির বর্জ্য, হোটেল রেঁস্তোরার আবর্জনাসহ পানীয় বর্জ্য যত্রতত্র ফেলে রাখা হচ্ছিল। যার দুর্গন্ধে নাকাল হয়ে পড়ছেন ব্যবসায়ী এবং পথচারীরা।

এছাড়া অনেক সময় ময়লা-আবর্জনা বাতাসে উড়ার কারণে পৌরশহর অপরিচ্ছন্ন হয়ে যেতো। এসব বর্জ্য অপসারণ করতে গিয়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তবে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে নানামুখী জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পরিস্কার-পরিচ্ছন্ন শহর গড়তে পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করেছেন তিনি। আশা করা যাচ্ছে এই কার্যক্রমের ফলে খুব শিগগিরই একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব হবে। তবে এটি পুরোপুরি বাস্তবায়ন করতে পৌরশহরের সকলকে নির্দিষ্ট ওই ডাস্টবিনেই ময়লা-আবর্জনা ফেলতে হবে।

লালমোহন পৌরশহরের সদর রোডের শামিম মেডিকেল হলের মালিক আব্দুল্লাহ আল-মামুন বলেন, এটি খুবই সুন্দর উদ্যোগ। তবে এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে বাজারের সকল ব্যবসায়ী এবং পথচারীদেরও সচেতন হতে হবে। আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সকল অবর্জনাও পৌরসভার স্থাপিত ওই নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, পৌরবাসীর সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। একইসঙ্গে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে এই ডাস্টবিন স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এই ডাস্টবিনের সংখ্যা আরো বাড়ানো হবে। তবে এজন্য নাগরিকরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। সবার অংশীদারিত্বের মাধ্যমেই আমরা একটি পরিচ্ছন্ন শহর গড়তে পারবো।

বাংলাদেশ সময়: ৭:৪৩:১৫   ৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার গণসমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু। নিঃস্ব কৃষকের আহাজারি
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট
১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ