আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে

প্রথম পাতা » জাতীয় » আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



ভোলাবাণী ডেস্ক রিপোর্ট ॥ সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ৯ জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে।

 

আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে

ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন রোববার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া।

আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থক ৮০ জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিপক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৭০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ৯ জন নারী আইনজীবী।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল সোমবার। আজ ৮০ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

বাংলাদেশ সময়: ৭:৪১:৩৫   ৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে জামায়াত আমিরের সাক্ষাৎ
পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
জনতার মহাসমুদ্রগাজার পাশে ঢাকা
আওয়ামী লীগ সমর্থক ৭০ আইনজীবী কারাগারে
ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক চলছে
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান
বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র

আর্কাইভ