বোরহানউদ্দিনে যুব‌কের গণ‌ধোলাই দি‌য়ে চোখ তু‌লে নিয়ে স্থানীয়দের বিক্ষোভ -মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে যুব‌কের গণ‌ধোলাই দি‌য়ে চোখ তু‌লে নিয়ে স্থানীয়দের বিক্ষোভ -মানববন্ধন
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



আহত মোঃ হাসান ২৬মোঃ ইকবাল হোসেন।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতি‌নি‌ধি।।

ভোলার বোরহানউদ্দিনে মো: হাসান (২৬) পিতা রতন মাঝি না‌মে এক যুবক‌কে গণ‌ধোলাই দি‌য়ে চোখ তু‌লে দি‌য়ে‌ছে স্থানীয় উত্তেজিত জনতা। হাসান ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার দেউলা ইউনিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের মো: রতন মা‌ঝি ছে‌লে। তা‌কে ভোলার বোরহানউদ্দির উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। অবস্থার অবনতি চিকিৎসক তাকে ভোলা সদর হসপিটালে প্রেরণ করেন। ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেন।

 

৪ এপ্রিল শুক্রবার রাত আনুমা‌নিক ৯ টার দি‌কে উপ‌জেলার দেউলা ইউনিয়‌নের ঝিটকা বাজা‌রে এঘটনা ঘ‌টে।

 

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধ‌রে শুক্রবার রাতে আহত হাসান স্থানীয় হাসান না‌মে এক যুবক‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কোপ দেন। ওই সময় তা‌কে বাঁচা‌তে স্থানীয় ক‌য়েকজন আস‌লে তা‌দের উপরও চড়াও হয়ে মারধর ক‌রে সে। এতে ক্ষিপ্ত হ‌য়ে স্থানীয়রা হাসান‌কে আটক ক‌রে গণ‌ধোলাই দি‌য়ে চে‌া‌খে আঘাত ক‌রেন। প‌রে আহত অবস্থায় তা‌কে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেন। ত‌বে স্থানীয়‌দের দাবী হাসান একজন বখা‌টে যুবক। সে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড কর‌তো। এতে তার প্রতি অ‌তিষ্ঠ ছি‌লো এলাকাবাসীরা।

 

এদিকে ৫ এপ্রিল শনিবার সকাল ১১ ঘটিকায় বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের জিটকা বাজারে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে তারা বলেন বোরহানউদ্দিনে কোন চাঁদাবাজ সন্ত্রাসীর স্থান হবেনা। আজ হাসানের এই পরিনতির জন্য যারা দাই তাদেরকেও আইনের আওতায় আনতে হবে যেন ভবিষ্যতে কোন হাসান তারা তৈরি করতে না পারে।

 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন,খবর পে‌য়ে তারা ঝিটকা বাজার থে‌কে আহত অবস্থায় হাসান‌কে উদ্ধার ক‌রে বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেন। ত‌বে পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে ব‌লে জানান তি‌নি।

বাংলাদেশ সময়: ১২:০৪:২৫   ৬৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার গণসমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু। নিঃস্ব কৃষকের আহাজারি
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট
১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ