ভোলায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন গ্রেফতার
বুধবার, ২ এপ্রিল ২০২৫



স্টাফ রির্পোটার।।ভোলাবাণী।। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমি জমার বিরোধকে কেন্দ্র করে সালিশদার ওয়ার্ড বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন (৬০) হত্যাকান্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে ভোলা মডেল থানায় এ প্রেস ব্রিফিং করা হয়।

 

ভোলায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন গ্রেফতার

ভোলা সদর সহকরী পুলিশ সূপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার প্রেস ব্রিফিং এ জানান, গত ১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ভোলা মডেল থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুঞ্জপট্টি এলাকার স্থানীয় আলমের বাড়ির সামনের রাস্তায় উপর পারিবারিক জমির বিরোধকে কেন্দ্র করে বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৫) কে মারধর করে মারাত্মক জখম করে। পরে তাকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং উক্ত ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার পরপরই ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি ও ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মোঃ রিয়াদ হোসেন (১৯), মোঃ সাকিল (২১), মোঃ আবু সাঈদ খন্দকার (৩৫) ও মোঃ শহিদুল ইসলাম (৫৬) কে গ্রেফতার করে।
অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানান তিনি।
তিনি আরও জানান, এ হত্যা সংক্রান্ত বিষয়ে আজ বুধবার ২ এপ্রিল ২৫ ইং তারিখে নিহত জামাল উদ্দিনের ছেলে টিটন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা রুজু করে। মামলা নং-০১/২৫।
প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ সহ আন্যান্য কর্মকর্তাগণ।
এদিকে গ্রেফতারকৃত আবু সাঈদের চাচাত ভাই মোঃ ইলিয়াছ জানায়, সাঈদ ঢাকা টঙ্গী চেরাগ আলী মার্কেটের একজন ব্যবসায়ী। সে ঈদে দেশে এসে তার শশুর বাড়িতে ছিল। ঘটনার রাতে সে শশুর বাড়ি থেকে বাড়ি ঢোকার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অপর আসামী সাকিলের স্ত্রী রাবেয়া আক্তার জানায়, তার স্বামী চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরী করে। তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৫   ৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার গণসমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু। নিঃস্ব কৃষকের আহাজারি
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট
১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ