ভোলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি’র সভাপতি নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি’র সভাপতি নিহত
বুধবার, ২ এপ্রিল ২০২৫



 

নিহত জামাল উদ্দিন (৬০)

স্টাফ রিপেোর্টার।।ভোলাবাণী।। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমি জমার বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি’র সভাপতি  নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এদের মধ্যে একজনের অবস্থা আসঙ্কা জনক। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিয়াদ নামের একজনকে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের ছেলে লিটন জানান, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইব্রাহীম ও আলম বেপারীর মধ্যে দীর্ঘ দিন ধরে জমি জমার বিরোধ ছিল। সেই বিরোধের আপোস মীমাংসা করে আমার বাবা বাড়িতে চলে আসে। আপোস মীমাংসায় ইব্রাহীম রাজি না হওয়ায় বাবাকে আবার ফোন দিয়ে নিয়ে যান। ২০ মিনিট পরে আমরা শুনতে পাই বাবা রাস্তার পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ইব্রাহীম, তার ছেলে নয়ন, শিপনের ছেলে শাকিল, এবং ভেলুমিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহীদুল্লাহ হাওলাদারের ভাতিজা হানিফসহ ২০ জনের একটি গ্রুপ বাবাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। এদিকে আহতদের মধ্যে প্রতিপক্ষের আলম ব্যাপারীর অবস্থা আশঙ্কা জনক। এ ঘটনায় হাবিব জমাদারের ছেলে রিয়াদকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস কমান্ডার জানান, আমি ঘটনা শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে শুনি সালিশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরে মৃতের লাশ হাসপাতালে পাঠাই।

ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলের যাই। করে জানতে পারি জমি জমার বিরোধ নিয়ে দুই গ্রুপের মধ্যে যে বিরোধ ছিল তার সালিশদার ছিলেন নিহত বিএনপি নেতা। সালিশ মীমাংসা কে কেন্দ্র করে সংঘর্ষে স্থানীয় বিএনপি নেতা জামাল উদ্দিন নিহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৭   ৫০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার গণসমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় বজ্রপাতে কৃষকের ৮ গরুর মৃত্যু। নিঃস্ব কৃষকের আহাজারি
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, পরে সংরক্ষিত বনে অবমুক্ত
ভোলায় প্রায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস
তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্টগার্ড
স্মরণকালের সেরা সমাবেশ জনসুদ্রে পরিণতভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল
মনপুরায় কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার’র মতবিনিময়
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের ভোলা চরফ্যাশন মহাসড়ক অবরোধে-তীব্র যানজট
১৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ