মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম পাতা » চরফ্যাশন » মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার, ২৯ মার্চ ২০২৫



চরফ্যাশন অফিস।।ভোলাবাণী।।

মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।

মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধারশনিবার (২৯মার্চ) উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়াডর্স্থ কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত  মোতাহার ওই ওয়ার্ডের মৃত নুরু বক্সের ছেলে। চরফ্যাশন থানার ওসি মো.মিজানুর রহমান হাওলাদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধের মেয়ে তানিয়া আক্তার শারমিন জানান,  শুক্রবার রাত ৮টার দিকে তার বাবা কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবিহর নামাজ আদায় করতে এসে আর বাড়ি ফিরেননি। এরপর তারা বিভিন্ন স্থানে খোঁজ খবর নেন। কোথাও তার সন্ধান মেলেনি। শনিবার সকালে মসজিদের মুসল্লীরা মসজিদের দ্বিতীয় তলার  পিলারের সঙ্গে তার বাবার ঝুলন্ত মরদেহ দেখে তাদেরকে এবং থানায় জানালে পুলিশ মরদেহ  থানা নেয়।

তানিয়া বলেন, বাবা দীর্ঘদিন পর্যন্ত প্যারালাইসিসে আক্রান্ত, তিনি কীভাবে মসজিদের ছাদে উঠেছেন তা বুঝে উঠতে পারছি না। তবে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নাই।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাইনি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:১৭:৩৯   ২২৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


আওয়ামী লীগ ও ইন্ডিয়া নির্বাচন বানচাল করতে চায়:: চরফ্যাশনে নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে প্রধান শিক্ষকের প্রহারে দপ্তরী আহতের অভিযোগ,হাসপাতালে ভর্তি
সিনিয়র সহকারী জজকে জড়িয়ে সংবাদ প্রকাশ: চরফ্যাশন আইনজীবী সমিতির প্রতিবাদ
আইনজীবী ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে চরফ্যাশনে ফ্রি চিকিৎসা ক্যাম্প
ভোরের কাগজ চরফ্যাশনের সাংবাদিকের পিতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত
নকল ঔষধ বিক্রেতাকে ছাড়িয়ে নিলেন ভোলা জেলা ড্রাগ সুপার
চরফ্যাশনে স্ত্রী সন্তানকে হত্যা, দুই জনের আমৃত্যু কারাদন্ড
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: সাবেক এমপি নাজিম উদ্দিন আলম
আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : চরফ্যাশনে নাজিমুদ্দিন আলম
চরফ্যাশনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

আর্কাইভ