ঈদে দ্বৈত প্রতিভার ঝলক ছয় তারকার

প্রথম পাতা » টিভি চ্যানেল » ঈদে দ্বৈত প্রতিভার ঝলক ছয় তারকার
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



ভোলাবাণী বিনোদন ডেক্স।।

দেশের বিনোদন অঙ্গনে এমন অনেক তারকা রয়েছেন, যারা একাধিক প্রতিভায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। তবে একসঙ্গে তাদের দুটি ভিন্ন ভূমিকায় পাওয়া যায় খুব কমই। এবারের ঈদে সেই ব্যতিক্রমী অভিজ্ঞতা হতে যাচ্ছে। একই সঙ্গে বড়পর্দা, ছোটপর্দা এবং সংগীতে নিজেদের প্রতিভা তুলে ধরছেন কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের বহুমুখী প্রতিভার ঝলক দেখার অপেক্ষায় আছেন অনুরাগীরা। আজকের আয়োজন এমন ছয়জন তারকাকে নিয়ে, যারা এই ঈদে ভক্তদের জন্য দ্বিগুণ চমক নিয়ে আসছেন।

জেফার রহমান

সিয়াম আহমেদ : পর্দায় নায়ক, মঞ্চে গায়ক

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই তার চরিত্রে বৈচিত্র্য আনতে পছন্দ করেন। এবারের ঈদে তার অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জংলি’ মুক্তি পাচ্ছে। এম রাহিম পরিচালিত এই ছবির টিজার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে এখানেই চমকের শেষ নয়! বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় ভিন্ন এক ভূমিকায় দেখা যাবে তাকে- গায়ক হিসেবে! জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তাই এই ঈদ সিয়ামের ভক্তদের জন্য একেবারেই স্পেশাল হতে যাচ্ছে।

জান্নাতুল সুমাইয়া হিমি : অভিনেত্রী থেকে গায়িকা

অভিনয়ের পাশাপাশি গানের প্রতি দারুণ টান রয়েছে জান্নাতুল সুমাইয়া হিমির। ছোটবেলা থেকেই গান চর্চা করলেও অভিনয়ের জগতে পা রাখার পর গানের প্রতিভাটি প্রকাশের সুযোগ হয়নি। তবে এবার সেই সুযোগ এলো ‘ইত্যাদি’র মঞ্চে! সিয়ামের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার। কবির বকুলের লেখা, ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে গানটি দর্শকদের জন্য বিশেষ চমক হয়ে আসছে। তবে গানের পাশাপাশি হিমি তার পরিচিত ভুবনে থাকছেন যথারীতি- এই ঈদে ‘নিহারকলি’, ‘স্বপ্নচুরি’, ‘একান্নবর্তী’সহ একাধিক নাটকে তাকে দেখা যাবে।

ফজলুর রহমান বাবু : অভিনয়ের পাশাপাশি গানেও চমক

অভিনেতা ও গায়ক- এই দুই পরিচয়েই সমানভাবে সফল ফজলুর রহমান বাবু। এবার ঈদে তিনি থাকছেন দুই ভূমিকায়ই। তিনি অভিনয় করেছেন শাকিব খান অভিনীত আলোচিত ছবি ‘বরবাদ’-এ, যা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি ‘ইত্যাদি’তে গেয়েছেন একটি ভিন্নধর্মী গান, যেখানে মধ্যবিত্ত জীবনের টানাপড়েনের গল্প ফুটে উঠবে। এই গানে তার সঙ্গে দেখা যাবে মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‌্যাপার মাহমুদুল হাসানকে। অভিনয়ের পাশাপাশি সংগীতেও তার শক্তিশালী উপস্থিতি দর্শক-শ্রোতাদের জন্য এক দারুণ উপহার।

নাসির উদ্দিন খান : ফের ‘বৈয়ম পাখি’তে মাতাবেন

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজের প্রথম সিজনে তার গাওয়া ‘বৈয়ম পাখি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার দ্বিতীয় সিজনে তিনি শুধু অভিনয়েই থাকছেন না, বরং তার কণ্ঠে আবারও আসছে ‘বৈয়ম পাখি ২.০’। এই গানটিতে নতুনভাবে যুক্ত হয়েছেন জেফার রহমান। নতুন সুর ও সংগীতের সঙ্গে গানটি নতুন আবহে দর্শক-শ্রোতাদের জন্য চমক হিসেবে আসছে।

জেফার রহমান : গানের পাশাপাশি অভিনয়ে

এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা জেফার রহমান গানের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা করে নিচ্ছেন। তার অভিনয়ের অভিষেক হয় মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ছবির মাধ্যমে, যেখানে তিনি চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেন। এবার তিনি ‘মাইশেলফ অ্যালেন স্বপন সিজন ২’-তে অভিনয় করছেন, পাশাপাশি নাসির উদ্দিন খানের সঙ্গে গেয়েছেন ‘বৈয়ম পাখি ২.০’। সুর ও সংগীত করেছেন খৈয়াম শানু সন্ধি, গানটি লিখেছেন সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

গায়ক তাহসান, অভিনেতা তাহসান

গানের মধ্য দিয়েই ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি অভিনেতা হিসেবেও সফল হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে সংগীতের প্রতি তার মনোযোগ আবারও বেড়েছে। এবার ঈদে তাহসান কণ্ঠ দিয়েছেন ‘জংলি’ ছবির ‘জনম জনম’ গানে, যেখানে তার সহশিল্পী আতিয়া আনিসা। এ ছাড়া তিনি গেয়েছেন শিহাব শাহীনের চলচ্চিত্র ‘দাগি’-এর জন্যও, যেখানে তার সহশিল্পী মাশা ইসলাম। গানের বাইরে ঈদ উপলক্ষে একটি স্মার্টফোন ব্র্যান্ড ও জনপ্রিয় জুতার ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রেও দেখা যাবে তাকে।

 

‘ইত্যাদি’র মঞ্চে! সিয়ামের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়ে গায়িকা হিসেবে হিমি

এবারের ঈদে এই ছয় তারকা শুধু অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকছেন না, বরং সংগীতের মাধ্যমেও নিজেদের ভক্তদের চমকে দিচ্ছেন। অভিনয় আর গানের এই মিশ্রণ দর্শক-শ্রোতাদের জন্য এক নতুন মাত্রা যোগ করবে। আপনি কোন তারকার এই বহুমুখী প্রতিভা দেখার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন?

বাংলাদেশ সময়: ১২:১৬:২২   ৬০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

টিভি চ্যানেল’র আরও খবর


ঈদে দ্বৈত প্রতিভার ঝলক ছয় তারকার
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
কোটির ক্লাবে তানজিন তিশার ৫১ নাটক

আর্কাইভ