স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। সাংবাদিক ও প্রশাসনের সম্মানে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বাদ আছর ভোলা প্রেসক্লাব কুইন আইল্যান্ড রেস্টুরেন্টে মুহাম্মাদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়ামিন ইরফান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে আমরা অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি কিন্তু জনগণের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত হয় নি। জনগণের কাঙ্খিত মুক্তি নিশ্চিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। নীতিবান মানুষদের নেতৃত্বে না আনতে পারলে আমাদের সকল বিপ্লব-ই ব্যর্থ হবে। তাই রাজনীততে স্বচ্ছ নেতা-নেতৃত্ব তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ ৩৩ বছর কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর হাত কে শক্তিশালী করে আগামীর নেতৃত্বে গুনগত পরিবর্তন আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল মোমিন, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম হাবিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আবু জাফর।
আরো উপস্থিত ছিলেন কালবেলা জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, মানবজমিন জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, ভোলা জেলা ডিএসবি মুহাম্মদ তরিকুল ইসলাম, বন্ধু প্রতিম ছাত্র সংগঠন থেকে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি মুহাম্মদ আল আমিন, বাংলাদেশ ছাত্র সমাজ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভোলা জেলা সহ-সভাপতি মুহাম্মদ নিজাম তালুকদারসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানসহ জেলা ও থানা শাখার প্রমূখ নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১০:৫৫:০৫ ৭১ বার পঠিত | ইফতার মাহফিলইসলামী ছাত্র আন্দোলনভোলায় সাংবাদিক