চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
সোমবার, ২৪ মার্চ ২০২৫



---


চরফ্যাশন অফিস,ভোলা বানী।।
দাবীকৃত চাঁদা না দেয়ায় চরফ্যাশন উপজেলা গ্রাম পুলিশ সংগঠনের সভাপতি দফাদার মিজানুর রহমানকে ক্লাব ঘরে নিয়ে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যার আগে উপজেলার জনতা বাজারে এঘটনা ঘটে। পরে জনতা বাজার ব্যবসায়ী সমিতির এক নেতার মধ্যস্থতায় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন দফাদার মিজানুর রহমান জানান, ৫আগষ্ট আওয়ামীলীগ সরকারের পত্তন হওয়ার পর থেকে ওসমানগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব তার কাছ থেকে ৮০হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। রবিবার সন্ধ্যার আগে তিনি বাজার সদাই নিয়ে জনতা বাজার থেকে বাসায় ফেরার সময় মাহাবুব তাকে জামাল ডাক্তারের দোকানে ডেকে নেন এবং চাঁদা দাবী করেন।  তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর শুরু করেন। এসময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে মাহাবুব এবং তার সহযোগী জিদান ও রিফাত তাকে মাহাবুবের জনতাবাজারস্থ্য ব্যাক্তিগত ক্লাবে নিয়ে বেদরক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে জনতা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরমোহাম্মদ সেক্রেটারী মাহাবুবকে ১০হাজার টাকা  দিয়ে  ছাড়ানোর ব্যবস্থা করেন ।
আহত দফাদার মিজানের স্ত্রী ও পিতা জানান, জনতা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরমোহাম্মদ সেক্রেটারী ১০হাজার টাকা দিয়ে আটকাবস্থা থেকে মিজানকে  ছাড়ানোর পর তারা তাকে হাসপাতালে ভর্তি করান।এঘটনায় আইনী আশ্রয় নিবেন বলে জানান তারা।
অভিযোগের বিষয়ে মাহাবব বলেন, ২০১৬সনে দফাদার মিজানুর রহমান আমার বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দিয়ে স্থানীয় শালিসি রায়ে আমার কাছ থেকে ৪০হাজার টাকা নিয়েছে। আমি ঐটাকা চাইলে সে আমাকে গালমন্দ করে একারনে আমি তাকে চড় থাপ্পড় দিয়েছি। পরে নুর মোহাম্মদ সেক্রেটারী ১০হাজার টাকা দিয়ে বাকী টাকা পরে দিবে বলে তাকে ছাড়ায়ে নিয়ে গেছে।
চরফ্যাশন থানার ওসি মো.মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:২৮   ৮০৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যশনে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
কোস্ট ফাউন্ডেশনের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন : নয়ন
চরফ্যাশনে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মী নিহত
চাঁদা না পেয়ে দোকান মালিকের ওপর হামলা দোকান ঘর জবর দখল
চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর

আর্কাইভ