স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট সাজেদা আখতারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাহাজাদী ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা মহিলা দলের সদস্য মমতাজ বেগম।
বাংলাদেশ সময়: ১১:১৯:০৪ ৪৮ বার পঠিত | আলোচনা সভাইফতার মাহফিলভোলায় মহিলা দল