চরফ্যাশন অফিস।।ভোলাবাণী।।
চরফ্যাশনে দূর্যোগ প্রস্তুতি প্রকল্পের অবহিতকরণ সভা গতকাল রবিবার চরফ্যাশন উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট ফান্ড বাংলাদেশের ডিজাস্টার রিক্স ফাইনান্সিং সহায়তার আওতায় এই প্রকল্পের বাস্তবায়ন হবে বলে কোস্ট ফাউন্ডেশন আয়োজিত এই সভায় জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র সভাপতিত্ব কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার রাশিদা বেগমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার এমাদুল হোসেন, প্রকল্পের সমন্বয়কারী খোকন চন্দ্র শীল, কোস্ট ফাউন্ডেশনের যুগ্ন পরিচালক মোঃ ইকবাল উদ্দিন, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম প্রমূখ।
সভায় জানানো হয় প্রকল্পের ৩৮লাখ টাকা বাজেটে উপজেলার নজরুল নগর ও মুজিব নগর ইউনিয়নে ১৫টি সাইক্লোন সেল্টার রিপেয়ারিং ও মেইন্টেনেস এর কাজ, ওয়াটার ও স্যানিটেশন এর সুবিধাগুলি নিশ্চিত করা, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য রিজার্ভ পানির ট্যাংকি ও ফিল্টারের ব্যবস্থা করা, আলোর সল্পতা দূর করার জন্য সাইক্লোন সেল্টারগুলিতে সোলার লাইটের ব্যবস্থা করা হবে। সেল্টারগুলিতে স্ট্রেচার, মাইক, ফার্স্ট এইড বক্স ও জরুরি বার্তা সার্বক্ষণিক প্রচারের জন্য সোলার রেডিও এর ব্যবস্থা করা হবে। এছাড়াও দুর্যোগের সময় যাতে মানুষ নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে পারে সে জন্য আশ্রয় কেন্দ্রের সঙ্গে সংযুক্ত রাস্তাগুলোও মেরামত করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোভন কুমার বসাক, প্রেসক্লাব সভাপতি শিপু ফরাজী,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মিজানুর রহমান নয়নসহ স্থানীয় সংবাদকর্মী,উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, চরমোনাই, গনঅধিকার পরিষদ নের্তৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এসভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২০:২৭ ১৬৪ বার পঠিত |