তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
সোমবার, ১৭ মার্চ ২০২৫



মোঃহেলাল উদ্দিন লিটন।।ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী বর্তমানে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তজুমদ্দিনে হামলায় আহত ব্যবসায়ী হাসপাতালে ভর্তি।

আহত সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাংলাবাজারের দক্ষিণ পাশে খালের ওপর একটি সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে রুবেল ও ভূট্টো গ্রুপের মধ্যে উত্তেজনা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে ভট্টো বাংলাবাজারে গেলে রুবেল গ্রুপের সিরাজ ও আলাউদ্দিন ভূট্টোর উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ভুট্টো আক্তার ডাক্তারের ফার্মিসীতে আশ্রয় নিলে বাজারে অন্য ব্যবসায়ী বাচ্চু তাকে মারপিট করতে বাঁধা দেয়। এ ঘটনায় রুবেল গ্রুপ ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে  ৯টায় বা”চু দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় রুবেলের নেতৃত্বে রিপন, সোহাগ, ইউসুফ, সিরাজ ও আলাউদ্দিন দেশীয় অস্ত্র ও হকি স্টিক দিয়ে বাচ্চুকে (৩৬) বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে জখম করে। এ সময় বা”চু কাছে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পওে বাচ্ছুর ডাকচিৎকারের পাশ্ববর্তী লোকজন আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মহব্বত আলী খাঁন বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৩৮   ৫১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক।
তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
তজুমদ্দিনে গাাঁজাসহ বিক্রেতা আটক
তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক ॥
হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবারতজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা
তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরু চোর নিহত ॥
৫ ব্যবসায়ী আর্থিক জরিমানাতজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক ॥
পাকা ব্রিজ নির্মাণের দাবী এলাকাবাসীর তজুমদ্দিনে কাঠের ব্রিজে ঝুঁকি নিয়ে ১০ হাজার মানুষের পাড়াপাড় ॥
ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর ॥তজুমদ্দিনে চিত্রনায়ক আমিন খান

আর্কাইভ