স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তররের উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীনের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক মুফতি নাঈম হাসান এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান। যুব মজলিসের সহ-সভাপতি মহিউদ্দিন জাবের, সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ মাহমুদ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা নোমান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলী আকবর, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, ছাত্র মজলিসের বাইতুল মাল সম্পাদক জোবায়েরুল হক প্রমূখ।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন দারুল উলূম আজিজিয়া মাদ্রসার পরিচালক মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, বাসটার্মিনাল আশ্রাফুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন, ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল-আমিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদুর রহমান বলেন, স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তায়ালা তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। আগামীতেও যাঁরা তাদের পথে হাঁটবে তাদেরও এই করুণ পরিণতি ভোগ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা সাখাওয়াত আমিন দ্বীন ইসলামকে সর্বত্র কায়েম এর উপর গুরুত্বারোপ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও আজ আমরা স্বাধীন নই। আজও আছিয়ার মত অনেক বোন ধর্ষিতা হতে হয়। যা মুসলমান হিসেবে আমাদের দেশের জন্য লজ্জাজনক। তাই দেশে ইসলামি খেলাফত কায়েমের বিকল্প নেই। তবে ইসলাম কায়েমের পদক্ষেপ হিসেবে সর্বপ্রথম আমাদেরকে ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে ইসলামি অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। অন্যদিকে সদ্য মৃত যুব মজলিশের সাংগঠনিক সম্পাদক হাফেজ বেলাল (রহ:) এর স্মৃতিচারণ করে তার জন্য দুআ করেন ও তাঁর এতিম শিশুদের দেখভালের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ৯:১১:৪৮ ১০১ বার পঠিত |