
মিজান নয়ন।।ভোলা বাণী।। চরফ্যাশন অফিস।।বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত ৫০ জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে একটি করে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেরিন ফিসারিজ অফিসার তানভীর আহমেদ অভি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহেব চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২৩:৫৯ ৮৪ বার পঠিত |