থানায় সংবাদ সম্মেলন বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।

প্রথম পাতা » প্রধান সংবাদ » থানায় সংবাদ সম্মেলন বোরহানউদ্দিনে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার।।
বুধবার, ১২ মার্চ ২০২৫



মোঃ ইকবাল হোসেন ।।ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনে মাদক কারবারিদের হামলায় আহত পুলিশের করা মামলার প্রধান আসামী আকবরকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেন বোরহানউদ্দিন থানা পুলিশের এস আই শাহাবুল সহ পুলিশের টিম। এখন পর্যন্ত এই মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান যৌথ সংবাদ সম্মেলন করেন

গতকাল ১১ মার্চ দিবাগত রাতে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আকবরকে (৪২) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত বুধবার (৫ মার্চ) আহত পুলিশ সদস্য স্থানীয় থানায় এ মামলা দায়ের করেন।

এর আগে, মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার কাচিয়া ইউনিয়নের কালীরহাট বাজার সংলগ্ন এলাকায় আবাসন প্রকল্পের পাশে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান যৌথ সংবাদ সম্মেলন করে বলেন, গত ৪ মার্চ মঙ্গলবার রাতে গোপন সংবাদে এসআই জাফর, এএসআই কামরুল ইসলামসহ তিন পুলিশ সদস্যের একটি দল ওই স্থানে অভিযানে যান।

পুলিশ মাদকসহ আকবারকে আটক করলে তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে এএসআই কামরুলকে গুরুতর জখম করে। এরপর আকবারসহ ওই মাদকচক্রটি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এদিকে সেদিন রাত থেকেই একাধিক টিম অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করছেন বলে জানান জেলা পুলিশ। স্থানীয়রা জানান, আকবর আলী একজন পেশাদার মাদক কারবারি।

পুলিশ মাদকসহ তাকে আটক করলে পুলিশকে পিটিয়ে জখম করে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পুরো মাদকচক্র। ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুর আক্তার এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোট আসামী এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনও চলমান, বাকি আসামীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না। ছবি সংযুক্ত মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন প্রতিনিধি

বাংলাদেশ সময়: ২১:০০:০৩   ৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
মনপুারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলায় নিহত ১
গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল
ড. মুহাম্মদ ইউনূসে সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল
তেতুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক
বোরহানউদ্দিনে চাষাবাদকৃত জমির ফসল লুটপাট ব্যপক ক্ষতি সাধন
ভোলায় খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৮ মার্চ : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ