মনপুরায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-১৩

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-১৩
বুধবার, ১২ মার্চ ২০২৫



মোঃ ছালাহ উদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি।।

ভোলার মনপুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়। এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় ফের সংঘর্ষের আশংকা স্থানীয়দের।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে

মঙ্গলবার রাতে ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মনপুরায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহতরা চিকিৎসা নিচ্ছেন।

এদিকে নৌ-বাহিনী ও পুলিশ দুই গ্রুপের সমর্থকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার কথা জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১১ মার্চ) সকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য রাজনৈতিক সফরে মনপুরায় আসেন। তিনি অসহায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। সন্ধ্যায় পূর্বনির্ধারিত কর্মি সভা ও ইফতার অনুষ্ঠান শেষে তিনি হাজিরহাট বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে যান। এর কিছুক্ষণ পর কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকরা মিছিল বের করে। মিছিলকারীদের সাথে নাজিম উদ্দিন আলম সমর্থক উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক লোকমান মেম্বারের সাথে কথার কাটাকাটি হয। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে গুরুতর আহত হন (আলম সমর্থক), আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি মোঃ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক লোকমান মেম্বার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল, ছাত্রদল নেতা শাহিন আলম, আবুল কাশেম, সাবিত ও সোহেল।

হাসপাতালে সংঘর্ষের সময় কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ফোনে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের হাসপাতালে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় বলে জানান মনপুরা থানার ওসি আহসান কবির।তিনি আরও জানান, হাজিরহাট উত্তর বাজার ও হাসপাতাল দুই দফা মারামারি হয়েছে। সংঘর্ষে জড়িতরা নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়ন গুপের নেতা-কর্মী। এই ঘটনায় কোন গ্রুপ লিখিত অভিযোগ করেনি।

নাজিম উদ্দিন আলম সমর্থক উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক লোকমান হোসেন মেম্বার বলেন, তিনি বিএনপির পার্টি অফিস থেকে বের হয়ে যাওয়ার পথে নয়ন গ্রুপের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হোন্ডা থেকে নামিয়ে মারধর করে। এই সময় তাদের নেতা-কর্মীরা বাধা দিতে আসলে তাদেরকেও বগি দা ও লাটিসোঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এই ব্যাপারে নয়ন গ্রুপের নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবদুল মান্নান হাওলাদার জানান, ইফতার শেষে নাজিম উদ্দিন আলম চলে যাওয়ার পরে তাদের সমর্থকরা মিছিল নিয়ে বাজারে যায়। এই সময় আলম সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে তাদের ৬/৭ জন আহত হয়েছেন।

 

মনপুরায় বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহতরা চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, নাজিম উদ্দিন আলমকে নিয়ে তাদের নেতা-কর্মীরা কোন ধরনের উস্কানীমুলক বক্তব্য বা স্লোগান দেন নি। তারপরও তাদের উপর অতর্কিত হামলা করা হয়।

এই ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী জানান, বিএনপির সাবেক সম্পাদক মান্নান হাওলাদারের নির্দেশে হামলা চালানো হয়। সাবেক এমপি নাজিম উদ্দিন আলম যতবার মনপুরায় রাজনৈতিক সফরে এসেছেন ততবার তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্ঠা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১৮   ৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
মনপুারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নিম্নমানের বালু ব্যবহারের প্রতিবাদ করায় হামলায় নিহত ১
গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল
ড. মুহাম্মদ ইউনূসে সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার মাহফিল
তেতুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক
বোরহানউদ্দিনে চাষাবাদকৃত জমির ফসল লুটপাট ব্যপক ক্ষতি সাধন
ভোলায় খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৮ মার্চ : আজকের নামাজের সময়সূচি

আর্কাইভ