২৫ বছর পর আসছে নকিয়া ৩২১০

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ২৫ বছর পর আসছে নকিয়া ৩২১০
বুধবার, ১২ মার্চ ২০২৫



 

নকিয়া ৩২১০ মডেলের ফোন।

ভোলাবাণী তথ্যপ্রযুক্তি ডেস্ক।।প্রায় ২৫ বছর আগের কথা। সে সময় চমক নিয়ে হাজির হয়েছিল নকিয়া ৩২১০ মডেলের ফোন। ১৯৯৯ সালের ১৮ মার্চ বাজারে আসা ফোনটি সেই সময়ের নতুন প্রজন্মের কাছে ক্রেজে পরিণত হয়েছিল। বলা যায়, সেই সময় তারহীন যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারটা যেন নকিয়ার এই মডেলের হাত ধরেই হয়েছিল।

তখন সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায় মডেলটি। এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি ফোনের একটি নকিয়া ৩২১০ মডেল। এখন পর্যন্ত ১৬ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে মডেলটি।

পুরোনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আবারও বাজারে এলো মডেলটি। আইকন হয়েও ওঠা ফোনটিতে এবার দেওয়া হয়েছে নতুন রূপ। আগের চেয়েও দেখতে স্টাইলিশ ৩২১০ মডেলের ফোনটিতে যুক্ত হয়েছে অনেক ফিচার। দাম ৬ হাজার ৫০০ টাকা।

তিনটি আকর্ষণীয় কালার- ওয়াইটুকে গোল্ড, কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাকে বাজারে এসেছে। এই ফোনে কিউভিজিএ রেজুলেশনের ২ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি। ফোনটিতে ফোরজি ডুয়াল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় ৯ দশমিক ৮ ঘণ্টা পর্যন্ত। ফিচার ফোনে ফোরজি নেটওয়ার্ক।

ব্যাটারি ১৪৫০ এমএএইচের। ফোনের ইন্টারনাল মেমরি ১২৮ মেগাবাইট সঙ্গে ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। ৬৪ মেগাবাইটের র্যাম আছে এ ফোনে। এ ছাড়া আছে এফএম রেডিও, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.০ আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটির সাথে আছে বান্ডল প্যাকেজ অফার।

বাংলাদেশ সময়: ৯:১৮:৩৮   ৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তথ্য-প্রযুক্তি’র আরও খবর


২৫ বছর পর আসছে নকিয়া ৩২১০
ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব
দেশেই তৈরী হচ্ছে ড্রোন,৫৫০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা
স্মার্টফোনে ই-লাইসেন্স দেখিয়েও গাড়ি চালানো যাবে
নক্ষত্রের জন্ম হয় কিভাবে?
প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো ফেসবুক
বাজার কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ড শটগান-৬৫০
‘স্মার্ট রেলক্রসিং সিস্টেম’ আবিষ্কার করেছেন খুদে বিজ্ঞানী লাবিব
দেশের ইতিহাসে প্রথমবার সংবাদ উপস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’
অবাক বিশ্ব, খবর পড়ছে রোবট লিসা

আর্কাইভ