চরফ্যাশন প্রতিনিধি ॥ভোলাবাণী।। চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আলম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামকে ম্নান হতে দেয়া যাবে না। আমি চাই চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে। আমি চাইনা ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যা করেছে আমার লোকেরা তা করে আওয়ামী লীগ যে পরিনতি ভোগ করেছে সে পরিনতি ভোগ করুক।

রবিবার বিআরডিবি সড়কে অবস্থিত নাজিম উদ্দীন আলমের বাসভবনে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নাজিম উদ্দিন আলম আরো বলেছেন, আপনারা দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে চলবেন। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, নিরীহ মানুষকে হয়রানি করেন আমি তাদেরকে পুলিশ, সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করাবো। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের সুস্থতা কামনা করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, জামায়াত নেতা হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সেলিম, যুবদল নেতা রিয়াদ শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, ছাত্রদলের সাবেক সভাপতি আলী মুরতজাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আসলামী। পরে অনুষ্ঠানে আগত লোকজনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ৯:১৩:২৭ ৬৩ বার পঠিত | চরফ্যাশননাজিম উদ্দীন আলমবিএনপি