চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



---স্টাফ রিপোর্টার, ভোলা বানী।।

চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল ও শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে অন্তত ২০জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এঘটনা ঘটে। তবে এঘটনায় ৪জনকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন আব্দুর রহমান, বেলাল, রাকিব ও জসিম।

হাজারীগঞ্জ ইউনিয়ন যুব দলের সাধারন সম্পাদক বিডিআর মনির জানান, ৮শতাংশ জমি নিয়ে সিরাজ নামের জনৈক ব্যাক্তির সঙ্গে তার বিরোধ চলমান। কিন্তু শ্রমিক দলের সাবেক সভাপতি শাহীন অবৈধ অর্থের বিনিময়ে তার সমর্থিতদের নিয়ে সিরাজের পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার রাত ৮টায় শাহীনের নেতৃত্বে সুমন, সোহেল, জামাল দফাদারসহ ৩০/৩৫জন হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের ইউনিয়ন কার্যালয় ভাংচুর করে তার মনির বিডিআর এর পক্ষের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলায় চালায়। হামলায় তার ২০জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবী করেছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে শাহীন বলেন, মনিরের সঙ্গে আমার কোন বিরোধ নাই। সে আলম গ্রুপে  করে আর আমি নয়ন গ্রুপে  রাজনীতি করি। মনির  অতিরঞ্জিত করে একারণে স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পরেছে। মনির নিজেই তার অফিস ভাংচুর করে আমাদের বিরুদ্ধে অপ-প্রচার করছে।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এবিষয়ে কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৯   ৯২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর
চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে - নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল
মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

আর্কাইভ