স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। ভোলাসহ উপকূলের বিভিন্ন স্থানে গত ৬ মাসে অভিযান চালিয়ে ৩৪টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড তাজা গুলি, সাউন্ড গ্রেনেড, ককটেল ও হাতবোমাসহ ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বুধবার (৫ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের তত্বাবধানে গত ৬ মাসে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড ৩টি, ককটেল ১২টি এবং হ্যান্ড বোমা ৪৩টি উদ্ধার করে ও ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করা হয়।
এছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে অভিযান ডেভিল হান্টের আওতায় ৬১ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড আরো জানায়, মাদক নিয়ন্ত্রণে প্রায় ১১ কেজি গাঁজা, ৪ লক্ষ ২৬ হাজার ৪শত ১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেনসিডিলসহ ১১ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
অন্যদিকে, জাটকা সংরক্ষণ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৪৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লক্ষ মিটার অবৈধ মশারী জালসহ ২ কোটি মিটারের বেশি অবৈধ অন্যান্য জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও আনুমানিক ১ লক্ষ ২ হাজার ৬৩১ কেজি জাটকা ইলিশ, ১ হাজার ২৫০ কেজি অবৈধ সামুদ্রিক মাছ, ১ হাজার ২৪১টি পাঙ্গাশের পোনা ধরার চাই ও ৩২ হাজার ৫৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাসের পোনা তেতুঁলিয়া ও মেঘনা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
বাংলাদেশ সময়: ১৫:০২:১৫ ৪৭ বার পঠিত | কোস্টগার্ড দক্ষিণ জোনক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদজোনাল কমান্ডার