স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।। ভোলায় হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ভোলা র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার পরানগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জিয়ারুল মদনপুর ১নং ওয়ার্ডের নাজির মাঝির ছেলে।

ভোলা র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার লে: মো: শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন জানান, জিয়ারুলের বিরুদ্ধে দৌলতখান থানার হত্যা চেষ্টা মামলা করা হয়। পরবর্তীতে উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব ক্যাম্প, ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করলে র্যাব ক্যাম্প, ভোলার র্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় ১নং পলাতক আসামী মোঃ জিয়ারুল (২৫) কে অবস্থান সনাক্তপূর্বক ভোলা সদর উপজেলার পরানগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্তে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৫৪:১৬ ৯১ বার পঠিত |