ছোটন সাহা।।ভোলাবাণী।।
ভোলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠা শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে স্কুল ক্যাম্পাস চত্বরে এ অনুষ্ঠান হয়।
এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল কুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক তাজল ইসলাম, আলহাজ্ব দুলাল হাওলাদার,লুৎফুর হাওলাদার, হারুন বিশ্বাস, মাওলানা শাহে আলম, আমির মোল্লা, নাসির মোল্লা,বাবুল সিকদার, মোঃ রাকিব, জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও সহকারি শিক্ষক আঃ জলিল, আবির হোসেন, শিরিনা নাছরিন, ছোটন দাস, মেহেদি হাসান উপস্থিত ছিলেন।
এরআগে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সহকারি শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক সদস্য এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯:২২:৪১ ৫৭ বার পঠিত | এসএসসি পরীক্ষার্থীবিদায় সংবর্ধনাশহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়