স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।। শহরের কিচেন মার্কেট স্তনান্তরের বিষয়ে গ্রামীন জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সম্পৃক্ততা অপ্রপ্রচার ছাড়া কিছুই নয় বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
শনিবার (২২’ফেব্রুয়ারী) বিকালে সংস্থার প্রধান কার্যালয়ে গনমাধ্যমের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিচেন মার্কেটে জিজেইউএস বাজার রয়েছে, সেটি যদি স্তনান্তর হয় তাহলে জনশুণ্য হয়ে যাবে। এতে গ্রামীন জন উন্নয়ন সংস্থাও ক্ষতিগ্রস্থ হবে। তাই গ্রামীন জন উন্নয়ন সংস্থাও চায় কিচেন মার্কেটটি সেখানেই থাকুক। এতে জন কল্যান হবে।
তিনি আরও বলেন, ভোলা শহরের কিচেন মার্কেট কোথায় স্তনান্তর হবে, না হবে সেটি একমাত্র পৌরসভা নির্ধারণ করবে। এতে জিজেইউএস’র জানা নেই। তার সাথে জিজেইউএস সম্পৃক্ত নয়।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যারা অপ্রপ্রচার চালিয়েছে তারা না জেনে করেছে। আসল তথ্য হলো কাচেন মার্কেট স্তনান্তরের বিষয়টি গ্রামীন জন উন্নয়ন সংস্থা কিছুই জানেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য জানতে পেরে আমরা বিভ্রান্ত। তাই গমমাধ্যমের দায়িত্ব হবে জনগনকে সঠিক তথ্য জানানো।
বাংলাদেশ সময়: ১৯:১৫:৫৯ ৩৫ বার পঠিত | জিজেইউএসভোলা কাঁচা বাজারসংবা সম্মেলন