চরফ্যাশনে স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে প্রতিপক্ষের হামলায় আহত-২

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে প্রতিপক্ষের হামলায় আহত-২
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫



 

চরফ্যাশনে স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে প্রতিপক্ষের হামলায় আহত-২

চরফ্যাশন অফিস।।ভোলাবাণী।।

অসুস্থ্য স্ত্রীকে ডাক্তার দেখাতে এসে প্রতিপক্ষের সংঘবদ্ধ হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন জিন্নাগড় ১ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদার এবং তার চাচাতো ভাই আমির হোসেন। তাদেরকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় বুধবার আহত বাবুল হাওলাদারের ভাই মহি উদ্দিন বাদী হয়ে জসিম মিঝিসহ ৯ জনকে আসামী করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেছেন। মঙ্গলবার বিকেলে চরফ্যাশন বাজারের কুইন বেকারী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ও বাহিরে এ হামলার ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত বাদীর অভিযোগ এবং আহত বাবুল হাওলাদারের ভাষ্যমতে, মঙ্গলবার বিকেলে বাবুল হাওলাদার অসুস্থ্য স্ত্রীকে ডাক্তার দেখাতে চরফ্যাশন থানা রোডের পশ্চিম মাথায় একটি ফার্মেসীর সামনে আসেন। এসময় প্রতিবেশী নসু রাজের ছেলে জসিম মিঝি, আক্তার, আরিফ ও রুবেলসহ ৯জন তার উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে  তিনি পার্শ্ববর্তী কুইন বেকারী নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। হামলাকারীরা ঐ দোকানে ঢুকেও তাকে মারধর করেন। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে জানান বাবুল হাওলাদার।

কুইন বেকারীর মালিক আব্দুর রহমান বলেন, হামলার সময় আমি দোকানে ছিলাম না। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সংঘবদ্ধ এ হামলার ঘটনাটি আমি অবগত হয়েছি। সিসি ফুটেজে স্পষ্ট, হামলার  শিকার হয়ে লোকটি আমার দোকানে আশ্রয় নিয়েছিল হামলকারীরা দোকানে ঢুকেও তাকে মারধর করেছে। আমার দোকানে ঢুকে এমন কর্মকান্ডের বিষয়ে আমি আইনী আশ্রয় নিবো।

অভিযুক্তদের মধ্যে আক্তার ও আরিফ জানান, কে বা কাহারা তাদেরকে মারধর করেছে তা আমরা জানিনা।

চরফ্যাশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্তনাধীন আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৯   ৩৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর
চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে - নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল
মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

আর্কাইভ