ছোটন সাহা।। ভোলাবাণী।।
ভোলার চরফ্যাশনের চর কুকরি-মুকরিতে অনুষ্ঠিত হয়েছে Adaptation Learning Center (ALC)-এর কার্যক্রম বিষয়ে অবহিতকরণ কর্মশালা।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিযোজন কৌশল নিয়ে আয়োজিত এই কর্মশালায় বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। জাতিসংঘ উন্নয়ন তহবি ইউএনডিপি এর কারিগরি সহযোগিতা এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর বাস্তবায়নে কর্মশালাটির আয়োজন করা হয়। স্থানীয় কুকরি-মুকরি এডাপটেশন লার্নিং সেন্টারে বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. কাজী বাহিজুল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট সংকট এবং অভিযোজন কৌশলের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাশনা শারমিন মিথি, যিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন।
কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, জলবায়ু বিশেষজ্ঞ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির হাত থেকে রক্ষায় অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাইয়ে নিতে কলা কৌশল সম্পর্কে অবহিত করেন। বিশেষজ্ঞদের মতে, Adaptation Learning Center (ALC) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে নতুন এক দিগন্তের দিকে এগিয়ে নিচ্ছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (GJUS)-এর নির্বাহী পরিচালক, জাকির হোসেন মহিন, যিনি উপকূলীয় অঞ্চলের জনগণের দৃষ্টিকোণ থেকে অভিযোজনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে জলবায়ুর বিরূপ প্রভাবে চর কুকরি-মুকরির মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। ঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততার বৃদ্ধি এবং কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাসের ফলে অনেকেই পেশা বদলাতে বাধ্য হচ্ছেন। অনেকে অন্যত্র পাড়ি জমাচ্ছেন জীবনধারণের বিকল্প উপায় খুঁজতে। এতে হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের জীবনযাত্রার মান। এই বাস্তবতায় ALC-এর কার্যক্রম তাদের জন্য আশার আলো হয়ে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণ উপকূলীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।
বাংলাদেশ সময়: ১৬:৪১:০১ ১০১ বার পঠিত |