মোঃ ইকবাল হোসেন।। ভোলাবাণী।।বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার উপশহর খ্যাত বাংলাবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মেট্রো অফিস উদ্বোধন হয়েছে।
১৯ ফেব্রুয়ারী বুধবার বৃহৎ ও বর্ণাঢ্য পরিসরে এই উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
হাফেজ মোঃ রাসেল এর কোরআন তেলাওয়াতের পর কেক এবং ফিতা কাটার মাধ্যমে বাংলাবাজার মেট্রোর নতুন অফিসের উদ্ধোধন করেন সোনালী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রফিকুল ইসলাম।
ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আশ্রাফ ফারুক এর সভাপতিত্বে ও সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ মাকসুদুর রহমান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক- আরেফিন বাদল রনি, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক, উপব্যবস্থাপনা পরিচালক হাক্কানি খন্দকার, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলাউদ্দিন সোহেল, মোঃ কাওছার উদ্দিন ও মোঃ রিয়াজ, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ সবুজ, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ কামাল হোসেন, হাফেজ মাকসুদুর রহমান, মোঃ লোকমান , মোঃ আল আমিন, মোঃ মনসুর আলী, মোঃ মিজানুর রহমান, মোসাম্মৎ নাজমুন নাহার, মোসাম্মৎ নাজমা বেগম সহ অন্যান্য ইউনিট ম্যানেজার ও সোনালী লাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বক্তাগন এই সময় বলেন, বাংলাবাজার মেট্রোতে একটি সুসজ্জিত প্রশিক্ষণ কেন্দ্র প্রতিস্থাপিত হয়েছে যেখানে কর্মরত সোনালী লাইফের মাঠকর্মীগণ ব্যবসায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন গ্রহন করতে পারবেন।
শত প্রতিকূলতা পেড়িয়ে সোনালী লাইফের কার্যক্রম, গ্রাহক সেবা ও দাবী পরিশোধ বরাবরের ন্যায় অব্যাহত থাকবে বলে উপস্থিত বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৬ ৮৮ বার পঠিত |