চরফ্যাশনের ব্যবসায়ী সুজনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের ব্যবসায়ী সুজনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



আশিকুর রহমান শান্ত।।ভোলাবাণী।।

ভোলায় চরফ্যাসনে ব্যবসায়ীর উপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী ও তার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল ও তার সহযোগীদের বিচারের দাবীতে এ সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মোঃ সুজন।

ভুক্তভোগী মোঃ সুজন অভিযোগ করে বলেন, আমি চরফ্যাশন উপজেলার আল-আরাফাহ বহুমুখী সমবায় সমিতির সভাপতি। মোঃ কামাল নামের একজন গ্রাহক সমিতির ঋণের খেলাপীর টাকা দেয়না বলে আমি তাকে অফিসে ডেকে আনি। এসময় চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের আবুল খায়ের খানের ছেলে, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল আমাকে ফোনে হুমকী দিয়ে বলে, কামালের কাছ থেকে ঋণের কোন টাকা নেয়া যাবে না। আমি তার এ অন্যায় আবদারে রাজি না হওয়াতে, সে গত ১০ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে সন্ত্রাসী খায়রুল ইসলাম সোহেলের নেতৃত্বে ৬০/৭০জন সন্ত্রাসী আমার চরফ্যাশন বাজারের চাউলপট্টি আল-আরাফাহ সমবায় সমিতির কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে। আমার উপর অতর্কিত ভাবে আমার উপর হামলা চালিয়ে বেধড়ক পারপিঠ করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে (নিরাপত্তা জনিত কারণে) ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে সন্ত্রাসীরা আমার অফিসে থাকা ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন দামীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আমি চরফ্যাশন থানায় একটি অভিযোগ দাখিল করেছি। কিন্তু এক অদৃশ্য ইশারায় পুলিশ এখনো মামলাটি এফআইআর করেনি।

লিখিত বক্তব্য দেয়ার সময় ভুক্তভোগী সুজন কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরও অভিযোগ করে বলেন, বর্তমানে সে সন্ত্রাসী আমার উপর হুমকী ধামকী অব্যাহত রেখেছে। তার ভয়ে এখন আমি আমার প্রতিষ্ঠানে বসতে পারছি না। আমি অফিসে গেলে সে আমার ব্যবসা প্রতিষ্টানে আগুন লাগিয়ে পুরিয়ে দেয়ারও হুমকী দেয়। বর্তমানে আমি নিরাপত্তায় ভূগছি বলে জানান তিনি। এ সন্ত্রাসী ঘটনায় আমি প্রশাসনের কাছে সূ-বিচার দাবী করছি।

এ বিষয়ে অভিযুক্ত খায়রুল ইসলাম সোহেল বলেন, ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৫   ৭৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান
মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
চরফ্যাশনে চাঁদা না দেয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে আহতের অভিযোগ
চরফ্যাশনে দূর্যোগ পূর্ব প্রস্তুতি মুলক প্রকল্পের অবহিতকরণ সভা
চরফ্যাশনে ৫০ জেলে পেলেন বকনা বাছুর
চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে - নাজিম উদ্দিন আলম
চরফ্যাশনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
চরফ্যাশনে যুবদল- শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে আহত -২০, অফিস ভাংচুর
ব্যাংক ম্যানেজারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল
মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

আর্কাইভ