৫ ব্যবসায়ী আর্থিক জরিমানাতজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক ॥

প্রথম পাতা » তজুমদ্দিন » ৫ ব্যবসায়ী আর্থিক জরিমানাতজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক ॥
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



হেলাল উদ্দিন লিটন।।ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল ও দোকান মালিকদের আটক করেন। পরে আটক ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়।

তজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক

উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টায় শশীগঞ্জ মধ্য বাজারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্য দপ্তর ও পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫টি জালের দোকান থেকে ৬লক্ষ ৫০ হাজার ৫৫০ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। এ সময় অভিযানকারী দল ৫ দোকানের মালিকদের আটক করেন। আটক জালের বর্তমান বাজার মূল্য ৩৯লক্ষ ৫৯ হাজার ৫০টাকা বলে জানা মৎস্য অফিস সুত্রে জানা গেছে। পরে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শুভ দেবনাথ মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(২) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নিষিদ্ধ কারেন্টজাল রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে মামুন ষ্টোরকে ৫হাজার, অঞ্জয় ষ্টোরকে ৩ হাজার, তানিয়া ষ্টোরকে ৫হাজার, বিপ্লব ষ্টোরকে ৫ হাজার ও ফরিদ ষ্টোরকে ৫হাজার মোট ২৩ হাজার টাকার আর্থিক জরিমানার রায় প্রদান করেন। পরে প্রত্যেকে জরিমানার টাকা প্রদান করে ছাড়া পান। আটক অবৈধ জাল নৌবাহিনীর সদস্যদের জিম্মায় দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট সাফ ওয়ান, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, সামদ্রিক সৎস্য কর্মকর্তা মোঃ আল আমিন, লালমোহনের সামদ্রিক কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ পুলিশের প্রতিনিধি।
জানতে উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ বলে, মৎস্য সম্পদ রক্ষার জন্য উপজেলা প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, মৎস্যদপ্তর ও পুলিশের সমন্বয়ে শশীগঞ্জ মধ্য বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল ও দোকান মালিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ দোকান মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। আটক জাল নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ সময়: ৮:৫২:৪৩   ৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক।
তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
তজুমদ্দিনে গাাঁজাসহ বিক্রেতা আটক
তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক ॥
হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভোক্তভোগী ব্যবসায়ী পরিবারতজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীসহ পরিবারের উপর হামলা
তজুমদ্দিনে গণধোলাইতে দুই গরু চোর নিহত ॥
৫ ব্যবসায়ী আর্থিক জরিমানাতজুমদ্দিনে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল আটক ॥
পাকা ব্রিজ নির্মাণের দাবী এলাকাবাসীর তজুমদ্দিনে কাঠের ব্রিজে ঝুঁকি নিয়ে ১০ হাজার মানুষের পাড়াপাড় ॥
ফ্যাসিস্ট সরকারের সময়ে গ্রহণ করা প্রকল্পের তজুমদ্দিনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন ॥
যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর ॥তজুমদ্দিনে চিত্রনায়ক আমিন খান

আর্কাইভ